আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলা এবং তার প্রত্যাঘাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুর প্রসঙ্গে ভারতীয় সেনা প্রথম থেকেই জানিয়েছে, ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গিঘাঁটি, সেনাবাহিনী নয়। পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে ভারতের সঙ্গে। পাকিস্তান প্রসঙ্গে এবার বিস্ফোরক প্রাক্তন পেন্টাগন কর্তা। তাঁর গলাতেও একই কথা।


সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিন বলছেন, ভারতের প্রত্যাঘাতে নিজেদের অবস্থার সত্যতা বুঝতে পেরে অস্ত্রবিরতির জন্য ভীত পাকিস্তান কুকুরের মতো দু’ পায়ের মাঝে লেজ গুটিয়ে দৌড়াচ্ছিল। রুবিও আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলো। তিনি বলছেন, ভারতের প্রত্যাঘাত বিশ্বের সামনে তুলে ধরল কীভাবে জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে পাকিস্তান এবং পাক সেনার।

 

?ref_src=twsrc%5Etfw">May 14, 2025

দুই দেশের সংঘর্ষবিরতি প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই সংঘর্ষ বিরতিতে আদতে জোড়া জয় হয়েছে ভারতের। কুটনৈতিক এবং সামরিক, দু’ দিক থেকেই জয়লাভ করেছে ভারত। একই সঙ্গে তিনি বলছেন, পাকিস্তান সেনা অতি খারাপ ভাবে পরাস্ত হয়েছে। যুদ্ধের বিষয়ে, পাকিস্তানই যে ভারতের সঙ্গে সব যুদ্ধ শুরু করেছে, সেকথাও নিজের বক্তব্যে সাফ জানান রুবিন।

 সঙ্গেই বলেন, তারপরেও পাকিস্তান মনে করে সব যুদ্ধেই কোনও না কোনও ভাবে জিতেছে তারা। তবে এবার, চার দিনের যুদ্ধে পাকিস্তানের সেই আত্মতুষ্টি ভেঙেছে। ভারতের সঙ্গে এই সংঘর্ষে সামরিকভাবেও চরম হতাশ পাকিস্তান।  দুই দেশের সংঘর্ষে, পাকিস্তান ভীত কুকুরের মতো লেজ গুটিয়ে সংঘর্ষবিরতির জন্য দৌড়চ্ছিল বলেও দাবি করেন রুবিন।