আজকাল ওয়েবডেস্ক: আন্না বিয়াত্রিজ পেরেইরা আলভেস, একজন ওনলি ফ্যানস তারকা, ২৩ জানুয়ারী রিও ডি জেনেরিওতে একটি ভিডিও করার সময় আচমকা হোটেলের বারান্দা থেকে পড়ে যান, তাঁর মৃত্যু হয়। আর সেই ঘটনাকে ঘিরেই তোলপাড়।

 আন্না বিয়াত্রিজ পেরেইরা আলভেস, বয়স ২৭। ওনলি ফ্যানস-এ তাঁর অ্যাকাউন্টের নাম আনা পলি। প্রাপ্ত বয়স্কদের জন্য ভিডিও বানাতেন তিনি। রিও ডি জেনিরোতে আনা একটি তিনজনের যৌনতার মুহূর্তের ভিডিও করছিলেন। আর তার মাঝেই ঘটে যায় বিপত্তি। 

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রেমের দৃশ্যের ভিডিও করার সময় আচমকা ব্যালকনি থেকে পড়ে যান আনা। সেই সময় তাঁর যে দুই সঙ্গী ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও দু’ জনে পরস্পরবিরোধী বিবরণ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে পরপর কয়েকদফা জিজ্ঞাসাবাদের পর, তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ। 

তারকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তা থেকে এই ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক কীভাবে, কী কারণে মৃত্যু হল তারকার, খোঁজ চালাচ্ছে পুলিশ।