আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে তৈরি হল নতুন সাগর। এটি আমেরিকার অনেক কাছে রয়েছে। তবে এখানে রয়েছে অবাক করা বিষয়। এটা আমরা সকলেই জানি ভেঙে যাবে আফ্রিকা মহাদেশ। সেখান থেকে অনেকটা অংশ ছিন্ন হয়ে যাবে। সেই অংশটি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ ভাবতে পারছে না।  তবে সেখান থেকেই তৈরি হবে নতুন সাগর। 


এই প্রক্রিয়াটি বহুদিন আগে থেকেই সকলের নজরে ছিল। যদিও বিষয়টি নিয়ে কেউ তেমনভাবে মাথা ঘামায়নি। এটা সকলেই জানত এখান থেকে একটি নতুন সাগরের জন্ম হতে চলেছে। টেকটনিক প্লেট সরে যাওয়ার ফলে সেখান থেকে নতুন কিছু তৈরি হবে সেটাই স্বাভাবিক। তবে অবাক করা বিষয় হল এরফলে আমেরিকার কাছে একটি নতুন সাগর তৈরি হতে পারে। যদি সেটাই হয় তাহলে আমেরিকার জলবায়ু একেবারে বদলে যাবে। 

 


বিষয়টিকে একেবারে হেলাফলা করছে না আমেরিকা। তারা মনে করছে যেভাবে আমেরিকাবাসী এতদিন ধরে চলেছে সেখান থেকে যদি নতুন করে সাগর আসে তাহলে তাদের দৈনন্দিন জীবনে বিরাট পরিবর্তন আসবে। আমেরিকার মতো দেশ এই নতুন পরিবর্তন কীভাবে মানিয়ে নেবে সেটাই দেখার।

 


অন্যদিকে আফ্রিকা থেকে যে অংশটি সরে যাবে সেটি যদি ভারতের সঙ্গে এসে মেশে তাহলে সেখানে ভারতের ভৌগলিক পরিবর্তন হতে বাধ্য। যেখানে ভারতের মতো দেশের সঙ্গে সাগর মিশে রয়েছে। সেখানে আফ্রিকার এই অংশ যদি এসে মেশে তাহলে সেখানে ফের নতুন করে পরিবেশের পরিবর্তন ঘটতে পারে ভারতেরও।