আজকাল ওয়েবডেস্ক: ফের কপ্টার দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪ জনের মৃত্যু ঘটেছে। ঘটনাস্থল নেপাল। বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ এই কপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। নেপাল পুলিশের পক্ষও থেকেও দুর্ঘটনার কথা জানানো হয়েছে সমাজমাধ্যমে।
#SadNews: काठमाडौंबाट रसुवा उडेको एयर डाइनेस्टी हेलिकप्टर नुवाकोटको शिवपुरी गा.पा. ७ सूर्यचौरमा दुर्घटना भएको छ । घटनास्थलमा पुगेर नेपाल प्रहरीले उद्धार कार्य जारी रहेको छ ।#NepalPolice #नेपालप्रहरी #BelieveInBlue #ToServeandProtect #rescue #helicopter
— Nepal Police (@NepalPoliceHQ)
জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ নেপালের নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় বিমান দুর্ঘটনার ঘটেছে ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড়ে ধাক্কা লেগে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বুধবার ওই কপ্টারটি কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর ২টা নাগাদ ওড়ে বিমানটি। জানা গিয়েছে, বিমানটির উড়ানের কিছুক্ষণ পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘন্টাখানেক পর জানা যায় দুর্ঘটনার কথা। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়াকে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
দিনকয়েক আগেও নেপালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৯ জনের প্রাণ গিয়েছিল। সেই নেপালেই ফের কপ্টার দুর্ঘটনার খবর এল বুধবার।
#SadNews: काठमाडौंबाट रसुवा उडेको एयर डाइनेस्टी हेलिकप्टर नुवाकोटको शिवपुरी गा.पा. ७ सूर्यचौरमा दुर्घटना भएको छ । घटनास्थलमा पुगेर नेपाल प्रहरीले उद्धार कार्य जारी रहेको छ ।#NepalPolice #नेपालप्रहरी #BelieveInBlue #ToServeandProtect #rescue #helicopter
pic.twitter.com/KKLm6M3nnK
— Nepal Police (@NepalPoliceHQ)
August 7, 2024
জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটা নাগাদ নেপালের নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় বিমান দুর্ঘটনার ঘটেছে ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড়ে ধাক্কা লেগে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বুধবার ওই কপ্টারটি কাঠমান্ডু থেকে রসুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর ২টা নাগাদ ওড়ে বিমানটি। জানা গিয়েছে, বিমানটির উড়ানের কিছুক্ষণ পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘন্টাখানেক পর জানা যায় দুর্ঘটনার কথা। প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়াকে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
দিনকয়েক আগেও নেপালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৯ জনের প্রাণ গিয়েছিল। সেই নেপালেই ফের কপ্টার দুর্ঘটনার খবর এল বুধবার।
