আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর মাটি থেকে চাঁদ নিয়ে বহুদিন ধরেই নানা ধরণের পরীক্ষা করা হয়েছে। এবার তেমন একটি পরীক্ষার বিশেষ ফল চলে এল সকলের সামনে। এবার থেকে পৃথিবীতে বসেই চাঁদে নজরদারি করা যাবে।
পৃথিবীর বুকে জিপিএস একটি সাধারণ বিষয়। এটি সকলের স্মার্টফোনে থাকে। সেখান থেকে যেকোনও ব্যক্তিকে ধরতে হলে এর থেকে ভাল বিকল্প নেই। সেখান থেকে এবার এই প্রযুক্তিকে চাঁদের মাটিতে ব্যবহার করা যাবে।
যদিও বিষয়টি একেবারে সহজ হবে না। মনে করা হচ্ছে চাঁদে যেহেতু বায়ুস্তর নেই তাই এখানে এই কাজটি করতে হবে বিশেষ ধরণের জিপিএস ব্যবহার করা হবে। এই জিপিএসের প্রধান কাজ হবে বায়ু না থাকা অবস্থায় যেন যেকোনও বিষয়কে ট্র্যাক করা যায়। নাসার পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে এটিকে তৈরি করা হচ্ছে তাতে এই বিষয়টিতে তারা বিশেষ সফলতা লাভ করেছেন।
নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন এটিকে চাঁদের মাটিতে নিয়ে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সেখানকার দিনরাতের পরিস্থিতির পাশাপাশি মহাকাশের অন্য নানা ধরণের কার্যকলাপ অতি সহজেই ধরা যাবে। চাঁদের মাটির অন্য কোনও পরিবর্তন হচ্ছে কিনা সেটাও অতি সহজে বলে দেবে এই জিপিএস।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব রয়েছে ২ লক্ষ ২৫ হাজার মাইল। এই বিরাট দূরত্ব থেকেও অতি সহজে এই জিপিএসটি সেখানকার পরিস্থিতি তুলে ধরবে। সেখানে কোনও ধরণের সমস্যা হবে না। পৃথিবীতে বসে থেকেই চাঁদের মাটির সমস্ত কাজ অতি সহজেই দেখতে পারবেন নাসার বিজ্ঞানীরা।
তবে বিজ্ঞানীদের মনে চিন্তা একটাই। চাঁদে টানা ১৫ দিন ধরে দিন এবং বাকি ১৫ দিন ধরে রাত হয়। তাই যদি এই জিপিএসটি সেখানকার তীব্র তাপমাত্রা এবং প্রবল শীতকে উপেক্ষা করতে পারে তাহলে এই গবেষণাটি একটি যুগান্তকারী হিসাবে সামনে চলে আসবে। তবে যতদিন না এই জিপিএস চাঁদের মাটিতে বসানো হবে ততদিন এটি নিয়ে বাকি কথা বলার সময় আসেনি বলেও জানিয়ে দিয়েছে নাসা।
