আজকাল ওয়েবডেস্ক: চলছিল উদ্দাম উদযাপন। ডিজে, লাইভ পারফরম্যান্স। বছরের প্রথম দিনে পানশালার সামনে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। আর সেখানেই বিপত্তি। আচমকা চলল পরর গুলি। গুলিতে আহত হয়েছেন ১০ জন। হাসপাতালে চলছে চিকিৎসা।

ঘটনাস্থল নিউইয়র্কের কুইন’স-এর একটি পানশালা। জামাইকার আমাজুরা নামের ওই পানশালায় বপ্রের প্রথম দিনেই ভিড় হয়েছিল ব্যাপকহারে।এমনিতেই ওই পানশালায় ডিজে এবং লাইভ পারফরম্যান্সের ব্যবস্থা থাকে প্রায় প্রতিদিনই। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে অন্তত ৮০জন বাইরে অপেক্ষারত ছিলেন, পানশালার ভিতরে প্রবেশ করবেন বলে। আর তখনই আচমকা চলে পরপর গুলি। 

নিউ ইয়র্ক পুলিশ এখনও পর্যন্ত ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশকিছু ছবি-ভিডিও। অন্যদিকে  নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ হামলা ঘটে নিউ অরলিনস শহরে। সবাই যখন আনন্দে ব্যস্ত, আচমকাই ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিয়ে দেয় ঘাতক। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরে পুলিশের গুলিতে মারা যায় ঘাতক শামসুদ–দিন জব্বর।এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেটস (‌আইএস)‌ যোগ রয়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। কারণ ঘাতক গাড়িটিতে মিলেছে আইএসের পতাকা। উদ্ধার হয়েছে বন্দুক এবং বিস্ফোরক। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করত। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত সে সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিল। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেছিল।