আজকাল ওয়েবডেস্ক: একটি অবাক করা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন মানুষ একটি কুমিরের লেজ ধরে টানাটানি করছিলেন। তারপর যে ভিডিও সকলের সামনে এসেছে তা দেখে সকলে একেবারে শিউরে উঠেছেন।
সেখানে দেখা যাচ্ছে একজন বন্যপ্রাণ বিশেষজ্ঞ বেশি ওস্তাদি করে একটি কুমিরের লেজ ধরে টান দিচ্ছেন এবং এরপর তার গায়ে হাত বোলাতে যাচ্ছিলেন। তবে এরপরই বিরাট বিপত্তি। চোখের পলকে ঘুরে আসে বিরাট প্রাণীটি। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বাঁচিয়ে নিল সেই ব্যক্তি। তবে যে ছবি সকলের সামনে এসেছে তা দেখে সকলেই শিক্ষা নিয়েছেন।
যে ব্যক্তি এই কাজটি করেছেন তিনি এর আগেও এমন ভিডিও দিয়েছেন সমাজমাধ্যমে। সেখানে সাপ, বাঘ, সরীসৃপ নিয়ে সকলকে বোঝানোর পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান। তবে এবার যে ঘটনা তার সঙ্গে ঘটল তা নিয়ে তিনি বহুদিন চিন্তাভাবনা করবেন। ভিডিওটি ইতিমধ্যে ৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
