আজকাল ওয়েবডেস্ক: নেদারল্যান্ডসের এক ব্যক্তি চরম ঝুঁকিপূর্ণ যৌন উত্তেজনার খোঁজে নিজের মলদ্বারে ১৫টি সেদ্ধ ডিম ঢুকিয়ে ফেলেন। এই ঘটনা গুরুতর বিপর্যয়ে রূপ নেয়, যখন তাঁর অন্ত্রের দেয়ালে ফাটল ধরায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ডিমগুলি বের করে তাঁর অভ্যন্তরীণ ক্ষত সারানো হয়।

চিকিৎসকদের মতে, এটি ছিল আত্মতৃপ্তির উদ্দেশ্যে করা এক বিপজ্জনক কাজ, যা মুহূর্তের মধ্যে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে। এমন অস্বাভাবিক ঘটনা শুনতে হাস্যকর মনে হলেও, চিকিৎসা মহলে এটি একেবারে বিরল নয়। জরুরি বিভাগে চিকিৎসকেরা এর আগেও খেলনা গাড়ি থেকে শুরু করে আলো বাতির মতো বস্তু মলদ্বার থেকে অপসারণের নজির পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, লজ্জা, মানসিক স্বাস্থ্য সমস্যা, অথবা ইন্টারনেটে ভাইরাল চ্যালেঞ্জের প্ররোচনায় অনেকেই এ ধরনের বিপজ্জনক কাজ করে থাকেন। কিন্তু এই ধরনের পদক্ষেপ শুধু অস্বস্তিকর নয়, কখনও কখনও মৃত্যুঝুঁকিও তৈরি করতে পারে। চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং বলছেন—নিজের শরীর নিয়ে এমন পরীক্ষা নয়, প্রয়োজনে মানসিক সহায়তা নেওয়া জরুরি।