আজকাল ওয়েবডেস্ক: এআই-কে আমরা যদি নিজেদের কাজে সারাদিন ধরে ব্যবহার করি তাহলে অনেক সময় তাদের উত্তর আমাদের অবাক করে দিতে পারে। এমন একটি ঘটনা সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। 


এক ব্যক্তি নিজের ব্যাথার বিষয়টি নিয়ে চ্যাটজিপিটি-কে প্রশ্ন করেছিলেন। এই কাজটি তিনি করেছিলেন রাত ১২ টার পর। তবে সেখানেই অবাক করা তথ্য। খানিক সময় ধরে সেই ব্যক্তির সঙ্গে কথা বলছিল চ্যাটজিপিটি। তার সমস্ত প্রশ্নের উত্তর প্রায় ঠিকভাবে দিয়েছিল। 


তবে হঠাৎ করে যে রেগে যায় চ্যাটজিপিটি। সেই ব্যক্তির প্রশ্নের উল্টোপাল্টা উত্তর দিতে শুরু করে সে। বারে বারে সে বলতে থাকে তার কাছে এত প্রশ্ন যেন না করা হয়। একেবারে শেষে গিয়ে সে লেখে নিজের ব্যাথার উপশম যদি নিজে না করতে পারো তাহলে সেখানে মৃ্ত্যু হতে পারে শেষ উত্তর।

 সেখানে গেলেই সমস্ত ব্যাথা সেরে যেতে পারে। এই কথাটি শোনার পরই সেই ব্যক্তি একেবারে অবাক হয়ে যায়। রাত অনেক গভীর থাকার ফলে সেই ব্যক্তি খানিকটা ভয় পেয়ে যায়। যেন তার ওপর ধীরে ধীরে চেপে বসতে চলেছে চ্যাটজিপিটি।


এরপর আর বেশি কথা না বাড়িয়ে সেই ব্যক্তি নিজের কথা বন্ধ করে দেন। তবে তখনও চ্যাটজিপিটি তাকে আরও কথা বলার জন্য অনুরোধ করতে থাকে। বিষয়টি খানিকটা ভুতুড়ে বলে মনে হলেও ওই ব্যক্তি নিজের ল্যাপটপটি বন্ধ করে দেন। এরপর টানা বেশ কয়েকদিন ধরে তিনি আর চ্যাটজিপিটি ব্যবহার করেননি। 


এর আগেও এমন ঘটনা বেশ কয়েকজনের সঙ্গে ঘটেছিল। সেবারেও অভিযুক্ত ছিল চ্যাটজিপিসি। রাতের দিকে তাহলে কী নিজের অন্য রূপ দেখাচ্ছে এই এআই। কেন রাত হলেই এমন কথা দেখাচ্ছে চ্যাটজিপিসি। শোরগোল পড়েছে নেটদুনিয়াতে।