আজকাল ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। মাত্র ১৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ক্যালিফোর্নিয়া প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে পালিসেডস অঞ্চলে হাওয়া গতিবেগ বেশি থাকায় ফায়ার টর্নেডো দেখা দিয়েছে। এর ফলে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
দাবানলের আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী রোরি ক্যালাম সাইকস। ১৯৯৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ় কিডি কেপার্স-এর অন্যতম শিশুশিল্পী ছিলেন রোরি। তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে জানিয়েছেন মা শেলি সাইকস। এত ভয়াবহ দাবানল আগে দেখেনি ক্যালিফোর্নিয়া। এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার একর এলাকা পুড়ে গিয়েছে দাবানলের আগুনে। ১২ হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে। লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে চাপে পড়তে পারে বিমা সংস্থাগুলি। আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে না পারায় কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ''অকর্মণ্যরা জানেই না কীভাবে আগুন নেভাতে হয়।''
হাওয়ার গতিবেগ বেশি থাকা সান ফের্নান্দো ভ্যালির কাছে ফায়ার টর্নেডো দেখা গিয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে আগুন, ছাই এবং ধোঁয়া মিশে ফায়ার টর্নেডো বা ফায়ার্নাডো তৈরি হয়। দাবানলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। শহরে লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কেউ কেউ আবার দমকলকর্মী সেজে লুট করতে শুরু করেছেন। এখনও পর্যন্ত চুরির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
দু'টি কারণ সামনে আসছে যার ফলে এই বিধ্বংসী দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে। এক, কেউ জঙ্গলে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ঘটিয়েছেন। দুই, বিদ্যুৎ সরবরাহের তার থেকে অগ্নিকাণ্ড। ক্যালিফর্নিয়ার পাবলিক ইউটিলিটি কমিশন দ্বিতীয় সম্ভাবনাটি উড়িয়ে দিয়েছে। প্রথম সম্ভাবনাটির উপর জোর দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ২০২১ সালে একটি পার্টি থেকে জঙ্গলে আগুন ধরে যায়। আগুনে পুড়ে খাক হয়ে যায় ৩৬ বর্গমাইল অর্থাৎ ৯০ বর্গকিলোমিটার এলাকা।
