আজকাল ওয়েবডেস্ক:‌ আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। 


ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)–র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 


এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজরায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‌এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে। এই হামলায় দেশের শীর্ষ কমান্ডার থেকে শুরু করে বিজ্ঞানী–অনেকেই শহিদ হয়েছেন। এই রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে। যারা শহিদ হলেন তাদের সহকর্মীরাই এই বদলা নেবেন ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যারা এই কাজ করল ঈশ্বর তাদের ক্ষমা করবে না। ঈশ্বরের নামে শপথ করে বলছি এটা কাপুরুষের মতো কাজ। এর বদলা নেওয়া হবেই।’‌