আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার হামলায় কেবল মধ্য প্রাচ্য নয়, গভীর আশঙ্কা বিশ্বজুড়ে। আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরেই, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গভীর আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার উদ্বেগ আইএইএ-র। রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক পর্যবেক্ষক ইন্টারন্যাশন্যাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফায়েল মারায়ানো গ্রোস্সি সোমবার জরুরি বৈঠক ডেকেছেন। আইএইএ-র গভর্নরদের বৈঠকে ডেকেছেন তিনি।
In light of the urgent situation in Iran, I am convening an emergency meeting of the @IAEAorg Board of Governors for tomorrow.
— Rafael Mariano Grossi (@rafaelmgrossi)Tweet by @rafaelmgrossi
এর আগেই ইরানে আমেরিকার হামলা চালানোর পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, 'আজ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন।' ঘটনাকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উপর সরাসরি হামলা বলেও উল্লেখ করেছেন তিনি।
লিখেছেন, 'এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে , যার ফলে বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি হতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলিকে উত্তেজনা হ্রাস করার এবং রাষ্ট্রপুঞ্জ সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়মের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।' এই বিপজ্জনক সময়ে, বিশৃঙ্খলা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। সঙ্গেই মনে করিয়েছেন, এই পরিস্থিতির কোনও সামরিক সমাধান নেই। সামনের একমাত্র পথ হল কূটনীতি। একমাত্র আশা হল শান্তি।
