আজকাল ওয়েবডেস্ক: এক মা সম্প্রতি টিকটকে শেয়ার করেছেন তার গর্ভাবস্থার অবাক করা এক ঘটনা—প্রথম স্ক্যানে জানা যায় তিনি যমজ সন্তান ধারণ করেছেন। দ্বিতীয় স্ক্যানে জানা যায়, আদতে তিনি গর্ভে তিনটি শিশুকে বহন করছেন।
কিন্তু তৃতীয় স্ক্যানে চিত্র পুরোপুরি বদলে যায়—দেখা যায়, বাকি দুই শিশুর আর কোনো অস্তিত্ব নেই। ভিডিওতে ওই মা রসিকতার ছলে লেখেন, “এই ছেলেটা গর্ভেই তার ভাইবোনদের খেয়ে ফেলেছে!”
চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় "ভ্যানিশিং টুইন সিনড্রোম", যেখানে একাধিক ভ্রূণ থাকলেও কিছু ভ্রূণ বেড়ে ওঠে না এবং মায়ের শরীর বা অন্য ভ্রূণ সেটিকে শোষণ করে নেয়। এটি সাধারণত প্রথম ত্রৈমাসিকে ঘটে এবং অনেক সময় ধরা পড়ে না।
আরও এক বিরল ব্যাখ্যা হতে পারে "হিউম্যান কাইমেরা"—যেখানে দুটি ভ্রূণ মিলে একটিতে রূপান্তরিত হয় এবং শিশুর দেহে দুটি আলাদা ডিএনএ থাকতে পারে।
