আজকাল ওয়েবডেস্ক: জন্মহার ক্রমশ কমতে থাকায় চিন্তিত দক্ষিণ কোরিয়া প্রশাসন। দম্পতিদের সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে নানা সুবিধা প্রদানের কথা ঘোষণা করেছে সরকার। তার মধ্যে একটি মাতৃত্বকালীন সহায়তা প্রদান। দক্ষিণ কোরিয়ার এই ব্যবস্থা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেন? একজন ভারতীয় মহিলা সে দেশে তাঁর সন্তানের জন্ম দেওয়ার জন্য সরকারের কাছ থেকে ১.২৬ লক্ষ টাকা ‘অভিনন্দন’ সহায়তা পেয়েছেন।

এই ব্যবস্থা সম্পর্কে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই মহিলা। ভিডিওতে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা দক্ষিণ কোরিয়ার এক পুরুষের সঙ্গ বিবাহিত। ‘কোরিয়ায় গর্ভবতী হওয়ার জন্য আমি অর্থ পেয়েছি’ শিরোনাম দিয়ে মহিলাটি তাৎক্ষণিকভাবে সবার নজর কেড়ে নেন। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে তিনি যে বিভিন্ন আর্থিক সহায়তা পেয়েছিলেন তার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন।

আরও পড়ুন: এই সময় কাজ করলেই সর্বনাশ, বিশ্বের বৃহত্তম হীরা খনি প্রতি বছর তিন মাস বন্ধ থাকে একটি বিশেষ কারণে

ভিডিওতে ভারতীয় মহিলা জানিয়েছে যে, তার গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে কোরিয়ান সরকার তাঁকে চেকআপ এবং ওষুধ সহ সমস্ত চিকিৎসা ব্যয় বহন করার জন্য প্রায় ৬৩ হাজার ১০০ টাকা দিয়েছিল। গর্ভাবস্থায় মহিলাকে গণপরিবহনে খরচের জন্য ৪৪ হাজার ৩০ টাকাও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়। কোরিয়ান সরকার তাঁর সন্তানের জন্মের পর দম্পতিকে ১.২৬ লক্ষ টাকা এককালীন অনুদানও দেয়। যা আনুষ্ঠানিকভাবে ‘প্রসবের সময় অভিনন্দনমূলক অর্থ’ নামে পরিচিত।

সরকারের আর্থিক সহায়তা এখানেই থেমে থাকেনি। মহিলাটি জানিয়েছেন যে তিনি দক্ষিণ কোরিয়ার সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা পেয়ে আসছেন। মহিলার মতে, শিশুটির প্রথম বছরের জন্য তিনি প্রতি মাসে ৬৩ হাজার ১০০ টাকা, দ্বিতীয় বছরের জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা এবং শিশুটির দুই বছর বয়স থেকে আট বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১২ হাজার ৬০০ টাকা পেতেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Neha Arora (@mylovefromkorea17)