আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৮০ জন জঙ্গি নিকেশ হয়েছে। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, সংখ্যাটা আরও বেশি। ভারতের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে গেছে জৈশ–ই–মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও লস্কর–ই–তইবার মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি। 


জানা গেছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা জানিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতের স্ট্রাইকে জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের অন্তত দশ জন মারা গিয়েছে। মৃতদের মধ্যে মাসুদের বোনও রয়েছে বলে সূত্রের খবর।


যে নয় জায়গায় হামলা চালিয়েছে ভারত, তার মধ্যে বাহাওয়ালপুর এলাকাও রয়েছে। এখানেই থাকত মাসুদের পরিবারের মানুষরা। সূত্রের দাবি, ভারতের হামলায় এই জঙ্গিনেতার পরিবারের অন্তত ১০ জন নিকেশ হয়েছে। তার মধ্যে মাসুদের এক বোনও রয়েছে।


জানা গেছে মাসুদের বাহাওয়ালপুরের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে, অন্যদিকে লস্কর–ই–তইবার প্রধান ও ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দকেও খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে একাধিক প্রতিবেদনে। 


প্রসঙ্গত, লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে বাহাওয়ালপুর শহর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। একে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ–ই–মহম্মদের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। জইশের সদর দপ্তর রয়েছে ‘জামিয়া মসজিদ শুভান আল্লাহ্‌’ ক্যাম্পাসে। একে উসমান–ও–আলি ক্যাম্পাস বলেও অনেকে চেনেন। ১৮ একর জমি জুড়ে এই ক্যাম্পাস বিস্তৃত। এখানে জৈশ জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয় বলে অভিযোগ। জৈশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার বাহওয়ালপুরের বাসিন্দা। সেও এই ক্যাম্পাসেই থাকে।