আজকাল ওয়েবডেস্ক: ভারতের আক্রমণ নিয়ে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পড়শি দেশের কোথায় হামলা চালাতে পারে ভারত? তা জানিয়ে দিলেন আসিফ। পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, পাকিস্তানে নয়, ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর যেকোনও মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে।
গত ২২ এপ্রিল পহেলগাঁতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। তারপর থেকেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সীমান্তে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণ নিয়ে খোয়াজা আসিফের দাবি বেশ তাৎপর্যবাহী।
ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে আশিফ বলেন, "ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর যেকোনও স্থানে হামলা চালাতে পারে বলে খবর রয়েছে। নয়াদিল্লিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।"
পাক মন্ত্রী আসিফ আরও বলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাহালগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন। তিনি বলেছেন, "এই ধরনের তদন্তের মাধ্যমে ভারত নিজে, নাকি কোনও অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত ছিল তা প্রকাশ পাবে এবং নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের পিছনে সত্যতা স্পষ্ট হবে।"
এই প্রথমবার নয়, ভারতের আক্রমণ নিয়ে প্রায়ই উস্কানিমূলক বক্তব্য পেশ করছেন একাধিক পাক মন্ত্রী, নেতা, রাষ্ট্রদূতরা।
গত সপ্তাহেই ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার দাবি করেছিলেন যে, ২৪-৩৬ ঘন্টা গুরুত্বপূর্ণ। তবে, সেই সময় অতিবাহিত হয়ে গেলেও নয়াদিল্লি কোনও পদক্ষেপ করেনি।
এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সোমবার পাক জনগণের জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য পূর্ণ শক্তি দিয়ে ভারতকে জবাব দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন।
