আজকাল ওয়েবডেস্ক : নিরাপত্তা বিষয় নিয়ে ভারত এবং পোল্যান্ড একসঙ্গে কাজ করবে। এর আগেও দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য বেশ কয়েকটি চুক্তি হয়েছিল। আর এবার দুই দেশ প্রযুক্তি এবং শক্তি নিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক বিনিময় করবে। শুধু তাই নয়, খেলার মাঠেও এই দুই দেশ নামবে।
কাবাডি নিয়ে দুই দেশের খেলোয়াড়রা একে অপরকে সহায়তা করবে। এদিন পোল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবশক্তি এবং গবেষণা নিয়ে দুই দেশ একে অপরকে সহায়তা করবে। এছাড়া দুই দেশের মধ্যে নিরাপত্তা নিয়েও একসঙ্গে কাজ করা হবে। ভারতের টার্গেট গোটা বিশ্বের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করা। ভারতের শিক্ষা-সংস্কৃতি গোটা বিশ্ববাসী জানে। একে সঙ্গে নিয়েই আগামীদিনে বিশ্ববাসীর সঙ্গে এক হতে চায় ভারত।
জি টোয়েন্টির সময়ই ভারত ঘোষণা করেছিল এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যতের। সেই কাজই এগিয়ে নিয়ে যাবে ভারত। পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ডুডা এদিন ভারতের প্রশংসা করে বলেন, ভারত যেভাবে বিশ্বকে এক করেছে সেটা গোটা বিশ্ববাসী দেখেছে। ভারতের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের উন্নতি হলে তা দুই দেশের পক্ষে মঙ্গলজনক হবে।
