আজকাল ওয়েবডেস্ক: প্রচুর মানুষ যান কৈলাসে। মানস সরোবর অত্যন্ত দর্শনীয় গন্তব্য। সেখানকার ভৌগলিক অবস্থান যথেষ্ট মনোমুগ্ধকর। কিন্তু দীর্ঘদিন সেখানে বিমান চলাচল বন্ধ ছিল। চলতি বছর এই রুটে বিমান চলাচলে সম্মতি দিয়েছে ভারত ও চিন।
শুধু এশিয়দের জন্য নয়, বাইরের দেশের প্রচুর মানুষও এই মানস সরোবর ঘুরতে আসেন। পুরাণ মতে, এখানে শিবের বাড়ি। অন্যদিকে, মানস সরোবরের হ্রদকে বিশুদ্ধতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। ভক্তরা মনে করেন জীবনে অন্তত একবার আধ্যাত্বিক কারণেই এই তীর্থযাত্রায় যেতে হয়।
চলতি বছর ১লা জানুয়ারি, ১৮ থেকে ৭০ বছর বয়সী সুস্থ এবং বৈধ পাসপোর্টধারী ভারতীয়দের ধর্মীয় উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে।
কৈলাসে যেতে খরচ কেমন?
 
 একজন ভারতীয় পর্যটক হিসেবে কৈলাস মানস সরোবরের যাত্রার খরচ প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। তবে এই বিষয়ে বিশদে জানতে বিদেশ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। 
আধ্য়াত্বিক এই যাত্রায় আগ্রহীরা দ্রুত প্রয়োজনীয় ফি এবং তথ্য জমা দিতে পারেন।
