আজকাল ওয়েবডেস্ক: ঘন জঙ্গলের মধ্যে হোটেল। নির্জন, নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর জন্য দুর্দান্ত ব্যবস্থা সেখানে। এই হোটেলের ঘরে বসেই আবার নতুন অ্যাডভেঞ্চারের সুযোগ। পাখির ডাকে ঘুম ভাঙবে না এখানে। সকালে বিছানায় উঠে ঘুম ভাঙাবে রেড পান্ডা! কোনও সিনেমার গল্প নয়, এটিই বাস্তব। এই হোটেলে রেড পান্ডা এসে ঘুম ভাঙানোর ঘটনাটি ছড়িয়ে পড়তেই, জোর চর্চা শুরু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। চংকিংয়ে দ্য লেহে লেদু লিয়াংজিয়াং হলিডে হোটেলে সকালে রেড পান্ডা দিয়ে ঘুম ভাঙানোর নতুন অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। জানা গেছে, এই সার্ভিসের জন্য হোটেলে একরাতের ভাড়া ভারতীয় মুদ্রায় ২৪ হাজার টাকা।
সম্প্রতি এই হোটেলের একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হোটেলের কর্মীরা জানিয়েছেন, সকাল সাড়ে ন'টা থেকে এই সার্ভিস শুরু হয়। ঘরে ঘরে কয়েক মিনিট থেকে রেড পান্ডা ফিরে আসে। বিছানায় উঠে ঘুম ভাঙিয়ে চলে আসে। এই রেড পান্ডাগুলি চিড়িয়াখানা থেকে আনা হয়। এদের ভ্যাকসিন দেওয়া থাকে। কোনও ধরনের আঘাত বা রেড পান্ডার ক্ষতি হয়, এমন কোনও কাজ করা হয় না।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে দশ হাজারের কম রেড পান্ডা রয়েছে। এই হোটেলের ভিডিও ছড়িয়ে পড়তেই চংকিং ফরেস্ট্রি ব্যুরো দ্রুত এই সার্ভিস বন্ধের নির্দেশ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছে তারা।
