আজকাল ওয়েবডেস্ক: ক্যানসার রোগীদের জন্য চিকিৎসা পদ্ধতিতে এক অভাবনীয় অগ্রগতি ঘটল ইংল্যান্ডে। ইউরোপে প্রথমবারের মতো, ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS)-এর মাধ্যমে চালু হল নতুন ধরনের দ্রুত ইমিউনোথেরাপি চিকিৎসা, যা মাত্র ৩ থেকে ৭ মিনিটেই সম্পন্ন হচ্ছে। এই নতুন পদ্ধতিতে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয় এটেজোলিজুম্যাব (Tecentriq) এবং নিভোলুম্যাব (Opdivo) নামক ওষুধ, যা এখন থেকে সরাসরি ত্বকের নিচে (subcutaneous) ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। আগে এই ওষুধগুলি ইনট্রাভেনাস বা শিরার মাধ্যমে দেওয়া হত, যার জন্য রোগীদের এক ঘণ্টা পর্যন্ত সময় হাসপাতালে কাটাতে হত। নতুন পদ্ধতিতে সেই সময় এখন অনেকটাই কমে এসেছে।
এই ইনজেকশনগুলি বর্তমানে ১৫ ধরনের ক্যানসার চিকিৎসায় অনুমোদিত হয়েছে, যার মধ্যে রয়েছে—ফুসফুস, মূত্রথলি, স্তন, লিভার, কিডনি, খাদ্যনালি, মুখ ও গলার ক্যানসার, এবং ত্বকের ক্যানসার। ওষুধগুলি ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে, যাতে শরীর নিজে ক্যানসার কোষ চিহ্নিত করে আক্রমণ করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় চেকপয়েন্ট ইনহিবিটর থেরাপি।
নতুন পদ্ধতির কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হয়েছে IMscin001-এর মতো ক্লিনিকাল ট্রায়ালে। NHS জানিয়েছে, এই নতুন প্রক্রিয়াটি খরচে নিরপেক্ষ (cost-neutral), কারণ ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে বিশেষ মূল্যে চুক্তি হয়েছে। পাশাপাশি, এতে চিকিৎসক ও নার্সদের হাজার হাজার ঘণ্টা কাজের সময়ও সাশ্রয় হবে, যা আরও বেশি রোগীর চিকিৎসায় ব্যয় করা যাবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি ক্যানসার চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। রোগীদের হাসপাতালে সময় কাটানোর চাপ কমবে, মানসিক স্বস্তি বাড়বে এবং চিকিৎসার গুণগত মান বজায় থাকবে। ইংল্যান্ডের এই নতুন পদক্ষেপ ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করল—যা হতে পারে গোটা ইউরোপের পথপ্রদর্শক।
