আজকাল ওয়েবডেস্ক: ১০০ বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পান। রবিবার জর্জিয়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বহুদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন জিমি। ২০১৫ সালে তাঁর এই রোগ ধরা পরে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই শয্যাশায়ী। পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ‘শান্তিপূর্ণ ভাবে’ প্রয়াত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।
আমেরিকার জর্জিয়া প্রদেশেই জন্ম জিমির। কেরিয়ারের শুরুতে সেখানে বাদাম চাষ করতেন। পরে জর্জিয়ার গভর্নর পদে নিযুক্ত হন তিনি। আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ছিলেন জিমি। প্রেসিডেন্ট পদে থাকাকালীন মানবতা এবং সামাজিক অধিকারে জোর দিয়েছিলেন তিনি। ইজ়রায়েল এবং মিশরের মধ্যে শান্তিস্থাপনেও সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব।
ভারত সফরেও এসেছিলেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি রোসালিন কার্টার। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি হরিয়ানার দৌলতপুরের একটি গ্রামে এসেছিলেন। জিমির সঙ্গে ব্যক্তিগত যোগ রয়েছে ভারতের। তাঁর মা লিলিয়ান ১৯৬০ সালে স্বাস্থ্য স্বয়ংসেবক হিসাবে কাজ করে গিয়েছিলেন ভারতে। তাঁর সফর শেষেই ওই গ্রামের নাম হয়ে যায় 'কার্টারপুর'। ২০০২ সালের ৩ জানুয়ারি নোবেল শান্তি পুরস্কার পান জিমি। ওই দিনটিতে হরিয়ানার এই গ্রামে ছুটি পালন করা হয়।
