আজকাল ওয়েবডেস্ক: ব্যাংককের চাতুচাক জেলায় গত সপ্তাহে শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ধসে পড়া একটি নির্মাণাধীন ভবনের এলাকা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র অপসারণের অভিযোগে পাঁচ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থাই পুলিশ জানিয়েছে যে তারা সরকারি নির্দেশ অমান্য করে ওই স্থানে প্রবেশ করে এবং নকশাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানোর চেষ্টা করছিল।
গত ২৮ মার্চ ময়ানমারে উৎপন্ন ভূমিকম্পের কারণে ব্যাংককের চাতুচাক এলাকায় ৩৩ তলা নির্মাণাধীন অফিস ভবনটি ধসে পড়ে, যাতে প্রাণ হারান ১,৭০০-র বেশি মানুষ। ঘটনার পর এলাকাটি ‘নিষিদ্ধ বিপর্যয় অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়।
থাই গণমাধ্যম জানিয়েছে, পাঁচ চীনা নাগরিক অনুমতি ছাড়াই ওই স্থানে প্রবেশ করেন এবং প্রত্যক্ষদর্শীরা তাদের সেখানে থেকে নথিপত্র নিয়ে যেতে দেখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত একজন নিজেকে নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে দাবি করেছেন এবং তার কাছে কাজের অনুমতি সংক্রান্ত নথিপত্র ছিল। তিনি জানান, তারা কেবল বীমার উদ্দেশ্যে নথিপত্র সরিয়ে নিচ্ছিলেন এবং কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হয়নি। তবে ব্যাংকক মহানগর প্রশাসন (BMA) স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ব্যাংককের গভর্নরের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই দুর্ঘটনাস্থলে প্রবেশ করতে পারবেন।
পুলিশ ও জেলা কর্মকর্তারা যৌথভাবে ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধারকৃত নথিপত্রের গুরুত্ব মূল্যায়ন করছেন।
