আজকাল ওয়েবডেস্ক: নিজের কক্ষপথ থেকে ২৫ ডিগ্রি সরে গিয়েছিল পৃথিবী। তারপর সেখান থেকে ফের একবার নিজের কক্ষে ফেরত আসে। ইটালির বিজ্ঞানীরা বিষয়টিকে হাল্কাভাবে নিচ্ছেন না। তবে ৮৪ মিলিয়ন বছর আগের এই ঘটনা ফের নতুন করে তৈরি করেছে বিতর্ক।
পৃথিবী নিজের কক্ষপথে লাট্টুর মতো ঘুরতে থাকে। এরফলে সেখান থেকে পৃথিবীর যাবতীয় কাজ হয়ে থাকে। তবে ইটালির বিজ্ঞানীরা দাবি করছেন পৃথিবী একবারই নিজের কক্ষপথ থেকে ২৫ ডিগ্রি সরে গিয়েছিল। এই কাজটি হয়েছিল আজ থেকে ৮৪ মিলিয়ন বছর আগে। তবে সকলকে অবাক করে ফের একবার নিজের কক্ষপথে ফেরত চলে আসে পৃথিবী।
ইটালির বিজ্ঞানীদের দাবি, এই ঘটনা ফের ঘটতে পারে পৃথিবীতে। এর আগে যখন পৃথিবী নিজের কক্ষপথ থেকে সরে গিয়েছিল তখন সেখানে বিরাট পরিবর্তন ঘটেছিল। ধ্বংস হয়েছিল সেই সময়ে থাকা প্রাণীরা। তবে অবাক করা বিষয় হল এই তাণ্ডবের পরই সে ফের নিজের আসল জায়গায় ফিরে আসে। তাহলে প্রশ্ন উঠছে ধ্বংস করার জন্যেই কী পৃথিবী এই কাজটি করেছিল।
ঠিক কত বছর আগে এই ঘটনা হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে বলে থাকেন এই ঘটনাটি ৯০ মিলিয়ন বছর আগে হয়েছিল। তবে প্রতিবারেই পৃথিবীর আবহাওয়াতে বড় ধরণের পরিবর্তনের ফলেই এই ঘটনা ঘটেছিল।
পৃথিবীর সেই সময়ের পরিস্থিতির সাক্ষী ছিল ডাইনোসররা। পাশাপাশি যে হারে তখন পৃথিবীর ভিতর থেকে আগুন বেরিয়েছিল তা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সেই যুগের ফসিল থেকে এমনই প্রমাণ মিলেছে। পাহাড়ের অবস্থানও তখন খানিকটা পরিবর্তন হয়েছিল বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা।
এই ঘটনাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানীদের কাছে ১ হাজার পাথরের নমুনা রয়েছে যার সঙ্গে বর্তমানের কোনও সম্পর্ক নেই। এগুলি প্রমাণ করে একটি কসমিক ইয়ো ইয়ো-র ফলে পৃথিবীতে বসবাসকারী প্রাণীরা নিজেদের প্রাণ দিয়েছিল। তাদের বেঁচে থাকার কোনও পথ ছিল না।
