আজকাল ওয়েবডেস্ক: তখন সবেমাত্র ব্য়াংকরের বুকে প্রথবার কম্পণ অনুভূত হয়েছে। প্রকাশ্যে আসছে ভয়াবহ সহ ভিডিও। ভয়ে কাঁটা সকলেই। এই অবস্থায় শুক্রবার দুপুরে খালি করে দেওয়া হয়েছিল ব্যাঙ্ককের বেশিভাগ হাসপাতাল। তবে মুমুর্ষু রোগীদের স্ট্রেচারে শুইয়ে, হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালের কাছে কোনও খালি জায়গায় বার করে রাখা হয়। সেই পরিস্থিতিও ব্যাঙ্ককের পুলিশ হাসপাতালের সামনেই এক তরুণী এক পুত্র সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারেরর সময় তপুণীকে  ঘিরে ছিলেন চিকিৎসক এবং নার্সেরা। আপাতত সন্তান প্রসবের সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

পুলিশ লেফটেন্যান্ট কর্নেল জিরামরিত বলেছেন, "থাই এনকোয়ারারের মতে, ভূমিকম্পের সময় মহিলাটির অস্ত্রোপচার চলছিল। সেই সময়ই ভূমিকম্প হয়। ফলে উপস্থিত চিকিৎসকরা মহিলাকে খোলা জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছিলেন।" হাসপাতালের মুখপাত্র সিরিকুল শ্রীসাঙ্গা জানিয়েছেন, মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন।

 

?ref_src=twsrc%5Etfw">March 28, 2025

থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্য়াংককের ওই পুলিশ হাসপাতালে ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য কোনও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না।  আগুন লাগলে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, ভূমিকম্পের পরেও সেই একই পদক্ষেপ করা হয়েছিল। সেই কারণে রোগীদের চটজলদি হাসপাতাল থেকে বাইরে বার করে এনে অপেক্ষাকৃত নিরাপদ খোলা জায়গায় রাখা হয়েছিল। 

তবে রোগীদের অবস্থা বিবেচনা করে তাঁদের লাল, হলুদ এবং সবুজ জোনে ভাগ করে রাখা হয়েছিল। যাঁদের অবস্থা সঙ্কটজনক, তাঁদের লাল জোনে (সবচেয়ে নিরাপদ খোলা জায়গা) রাখা হয়েছিল। সেখানে রেখেই তাঁদের চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই পরিস্থিতিতে রাস্তাতেও তাঁদের জরুরি পরিষেবা চলেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সিভিল ইঞ্জিনিয়ারের দল হাসপাতাল ভবনে গিয়ে তা পরীক্ষা করেন। তারপরই রোগীদের ফের সেকানে স্থানান্তরিত করা হয়।

মায়ানমার ভূমিকম্প
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২.৫০ মিনিট নাগাদ মায়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু' শক্তিশালী ভূমিকম্প হয়। থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার ফলে বড় বড় বাড়িুগুলি নড়ে যায়, বেশ কয়েকটি বেঙে পড়ে।

শনিবার মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ এরও বেশি। থাইল্যান্ডের ব্যাংকক শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন পর্যন্ত ছয় জনকে মৃত, ২৬ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন।