আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে ফের কলেরার প্রাদুর্ভাব। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে জারি রয়েছে মৃত্যুমিছিল। তিনদিনের পরিসংখ্যানেই নতুন করে আতঙ্ক ছড়াল সুদানে।
সুদানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে সুদানে কলেরায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯৩ জন। চলতি মাসে রাজধানী খার্তুমের থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে কোস্তি শহরে কলেরার বাড়বাড়ন্ত শুরু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালগুলিতে উপচে পড়ছে কলেরা রোগীদের ভিড়। বহু হাসপাতালে রোগীদের ভিড় উপচে পড়ায়, নতুন রোগীদের ভর্তি করাও হচ্ছে না। প্রসঙ্গত, গত বছর সুদানে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে ৬০০ জনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন ২১ হাজার মানুষ। এর আগে ২০১৭ সালে কলেরায় ৭০০ জনের প্রাণহানি এবং ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।
কলেরা আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়তেই আবারও সাধারণ মানুষকে সতর্ক থাকার ও পরিষ্কার জল ব্যবহারের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। ঘনঘন বমি, গলা শুকিয়ে যাওয়া, ডিহাইড্রেশন, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ক্লান্তি, পেশিতে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
