আজকাল ওয়েবডেস্ক:  করোনার শুরু হয়েছিল চিন থেকে। তবে এবার আর সেইপথে যেতে নারাজ চিনের বিজ্ঞানীরা। চিনের উইহান ইন্সটিটিউট শুরু করেছে নতুন পরীক্ষা। ভবিষ্যতের মহামারী থেকে বাঁচতে শুরু হয়েছে বিশেষ ধরণের ভ্যাকসিনের পরীক্ষা। এই পরীক্ষায় রয়েছে বাদুড়ের করোনা ভাইরাস। বিভিন্ন দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের দাপট।

 

এমনকি আমেরিকাতেও দেখা গিয়েছে এই ভাইরাসের খেলা। আগামীদিন যাতে কোনও ধরণের মহামারি না আসে সেজন্য বিশেষ একটি ভ্যাকসিন তৈরি করতে চলেছে চিন। প্রাথমিক সূত্রে খবর, বর্তমানে যে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে সেটি ইদুরজনিত সব ধরণের রোগ থেকে দেহকে রক্ষা করবে। তবে এবার চিনের বিজ্ঞানীরা সতর্ক রয়েছেন যেন কোনও ধরণের লিক না হয়ে যায়।

 

কোভিডকালে যে ভুল তারা করেছিলেন এবার তাই তারা অনেক বেশি সতর্ক। সার্স, ডেল্টা, ওমিক্রন সব রোগের ক্ষেত্রে যাতে একটি ভ্যাকসিনই কাজে লাগে সেদিকে নজর রাখছে চিনের বিজ্ঞানীরা। এবিষয়ে চিনের এক বিজ্ঞানী জানিয়েছেন, সতর্কভাবে নতুন ভ্যাকসিন তৈরির কাজ চলছে। নতুন যদি কোনও ভ্যারিয়েন্ট থাকে তবে সেবিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

 

করোনার গ্রাস যেভাবে গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল এবার যেন সেই ঘটনা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। এবার দেখার চিনের এই বিশ্বজনীন ভ্যাকসিন কতটা বিশ্বকে নিরাপত্তা দিতে পারে।