আজকাল ওয়েবডেস্ক: চিন মানেই নতুন জিনিসকে তারা সামনে নিয়ে আসতে পছন্দ করে। এমন বহু জিনিস রয়েছে যেগুলি থেকে তারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় অতি সহজেই। এবার মহাকাশে চিন তৈরি করছে নতুন স্পেস স্টেশন।
রোবোটিক্স বিজ্ঞানের দিক থেকে চিন বিশ্বকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে। এবার তারা মহাকাশ থেকে নিজেদের কাজ চালাতে তৈরি হয়েছে। মহাকাশে তাই এবার তারা তৈরি করতে চলেছে স্পেস বেসড সোলার পাওয়ার স্টেশন। এরফলে তারা মহাকাশ থেকে তাদের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করতে পারবে। শুধু তাই নয়, যদি তারা মনে করে সেখান থেকে বিশ্বের অন্য কোনও দেশের উপর হামলা করবে সেটাই তারা অতি সহজেই করতে পারবে।
চিনের সংবাদপত্র থেকে জানা গিয়েছে তিনটি বাঁধ রয়েছে যেগুলিকে চিন নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তাই তারা মহাকাশের এই স্পেস স্টেশনটিকে কাজে লাগাবে। এরফলে চিনের হাতে অফুরন্ত এনার্জি চলে আসবে যা আগামীদিনে তাদেরকে বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে।
তবে কীভাবে তৈরি করা হবে এই স্পেস স্টেশন। জানা গিয়েছে একটি বিরাট আয়না তৈরি করা হবে মহাকাশে। এই আয়না সূর্য থেকে সরাসরি শক্তি তৈরি করবে। সেখান থেকে সরাসরি তৈরি হবে বিদ্যুৎ। এই বিদ্যুতকে তারা সরাসরি মহাকাশ থেকে পাঠিয়ে দেবে চিনের বিশেষ এনার্জি স্টেশনে। ফলে সেদেশে বিদ্যুতের চাহিদা আর থাকবে না।
সৌরশক্তি একটি বিরাট শক্তির উৎস তাকে কাজে লাগিয়ে মহাকাশ থেকে চিন এই বিদ্যুৎ তৈরি করবে। এই শক্তিকে যদি চিন মনে করে অন্য কোনও দেশকে ধ্বংস করার কাজে ব্যবহার করবে তাহলে সেটাও তারা করতে পারবে। তবে সমস্ত বিষয়টি এখনও একটি পরীক্ষায় পর্যায়ে রয়েছে। সেখানে এই বিরাট কর্মযজ্ঞ কবে সম্পূর্ণতা লাভ করবে সেটাই এবার দেখার।
তবে বিশ্বের অন্য দেশগুলি মনে করছে যদি চিন নিজের এই কাজটি দ্রুত করতে সক্ষম হয় তাহলে তারা আগামীদিনে বিশ্বের অন্য শক্তিধর দেশগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তখন চিনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বাকি দেশগুলি।
