আজকাল ওয়েবডেস্ক: লটারি জিতে ৩০ কোটি টাকা বান্ধবীকে দিয়েছিলেন। সেই টাকা হাতিয়ে যুবককে পথে বসিয়ে রীতিমতো বেপাত্তা। তবে প্রেমিকাকে আর ফিরে পেতে চান না। শুধু চান, টাকাগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন যুবক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কানাডায়। ক্যানাডার উইনিপেগের লরেন্স ক্যাম্পবেল জানিয়েছেন, বৈধ পরিচয়পত্র না থাকায় লটারি জেতার পরেও টাকা তুলতে পারছিলেন না তিনি। লটারিতে ৩০ কোটি টাকা জিতেছিলেন। ক্রিস্টাল অ্যান ম্যাকে তাঁর বান্ধবী ছিলেন। তাঁর ছিল বৈধ পরিচয়পত্র। ক্রিস্টালের নামেই লটারির টাকা তোলেন লরেন্স। এমনকী বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ৩০ কোটি টাকা জমা করেন। লরেন্স সকলকে জানিয়েছিলেন, জন্মদিনে বান্ধবীকে এটি তিনি উপহার দিয়েছেন।
এরপর কিছুদিন সবকিছুই ঠিক ছিল। হঠাৎ ক্রিস্টালের ব্যবহার বদলাতে শুরু করল। লরেন্সের ফোন, মেসেজের উত্তর দিতেন না। সবসময় এড়িয়ে যেতেন। সোশ্যাল মিডিয়াতেও ব্লক করে দেন। বান্ধবীর খোঁজ করতে গিয়ে দেখেন, অন্য এক বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন।
লরেন্স জানিয়েছেন, দেড় বছর তাঁরা একসঙ্গে ছিলেন। বান্ধবীকে বিশ্বাসীই মনে হয়েছিল। টাকার লোভে এত বড় বিশ্বাসঘাতকতা করবেন, তা যেন কল্পনাতীত। এরপরই বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। টাকা ফেরত পেতে আইনি পথেই হাঁটলেন।
