আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক বিবাহ অনুষ্ঠান ঘিরে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে৷ এক যুবতী একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আচমকা অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। কারণ কী জানেন? খবর সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে নববধূ তাঁর পোশাক নিয়ে আপত্তি তোলেন। এই বিস্ময়কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই যুবতী তাঁর অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঘটনা প্রকাশ্যে আসে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অ্যালিস ব্রাউন নামের ওই যুবতী তাঁর স্বামীর এক বন্ধুর বিয়েতে অংশ নিতে যান। প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে তিনি বিয়েতে আসেন। কিন্তু নববধূ তাঁর পোশাককে ‘অনুপযুক্ত’ বলে অপমান করেন৷ এরপর যুবতী চরম অপমানিত হয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিওতে অ্যালিস বলেন, 'আমরা হয়তো ১৫ মিনিট মতো ছিলাম সেখানে। তখনই নববধূ এসে আমাকে অপমান করে বললেন আমার পোশাক তাঁর বিয়ের জন্য অনুপযুক্ত।'
সূত্রে জানা গিয়েছে, বিয়ের একটি ড্রেস কোড ছিল। কিন্তু অ্যালিস তা জানতেন না। যুবতী জানান, বিয়ে কেন্দ্রিক একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও তিনি পাননি। বদলে তাঁর স্বামী একটি টেক্সট মেসেজের মাধ্যমে আমন্ত্রণ পান। অ্যালিস বিস্ময় প্রকাশ করে বলেন, '২০২৫ সালে এসেও কি সত্যিই নববধূরা অতিথিদের পোশাককে 'অগ্রহণযোগ্য' বলে ঘোষণা দেন? আমি জানতাম না এমন কিছু হয়।'
নববধূর এমন তির্যক মন্তব্যে অ্যালিস অস্বস্তি অনুভব করেন। নিজেই অনুষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরে একটি ফলো-আপ ভিডিওতে তিনি বলেন, তাঁকে কেউ জোর করে বের করে দেয়নি, এটি তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। তিনি আরও জানান, নববধূ তাঁকে কটাক্ষ করে বলেন, 'আমি সাধারণত লোকজনকে বাড়ি পাঠিয়ে দিই, কিন্তু যেহেতু তুমি অনেক দূর থেকে এসেছো, আমি তোমাকে থাকতে দিতে পারি।' এই মন্তব্যে আরও আহত হয়ে অ্যালিস অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।
ভিডিওটিতে অ্যালিস তাঁর ও স্বামীর পোশাকের ছবিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে অ্যালিস পরেছিলেন হাঁটু পর্যন্ত লম্বা একটি র্যাপ ড্রেস। নীল, সাদা ও গোলাপি রঙের । পাশাপাশি তাঁর স্বামী ছিলেন হালকা গোলাপি শার্ট ও নেভি স্যুটে। তিনি জানান, তাঁর স্বামীকেও নববধূ আপত্তি জানান এবং গোলাপি টাই খুলে ফেলতে বলেন।
ভিডিওর কমেন্টে নেটিজেনরা নববধূর আচরণে হতবাক হন ও ক্ষোভ উগড়ে দেন। এক ব্যবহারকারী লেখেন, 'যদি আপনি টেক্সট মেসেজে আমন্ত্রণ জানান, তাহলে টেক্সট মেসেজের মতো পোশাকই পাবেন।' আরেকজন মন্তব্য করেন, 'তোমাদের পোশাক সম্পূর্ণ ঠিক ছিল। দারুণ মানানসই।' অন্য এক মন্তব্য করেন, 'এই নববধূ যে ছেলেকে বিয়ে করছে, তাঁর জীবন বেশ কঠিন হতে চলেছে! তোমরা দারুণ লাগছিলে। দুঃখজনক ঘটনা। নববধূর ক্ষমা চাওয়া উচিৎ ছিল।'
কিছু দর্শক জানতে চান, অ্যালিস চলে যাওয়ার পর তাঁর স্বামী সেখানে ছিলেন কি না। অ্যালিস জানান, তাঁর স্বামীও তাঁর সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে চলে আসেন। এমনকি যুবতী জানিয়েছেন তাঁর স্বামী ঘটনাটি নিয়ে কিছুটা দুঃখ পেয়েছেন, কারণ তাঁরই বন্ধুর বিয়েতে গিয়ে চরম হেনস্থা হতে হয়।
সূত্রে জানা গিয়েছে, পরে অ্যালিস একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পান, যেখানে স্পষ্টভাবে ড্রেস কোড লেখা ছিল। সেখানে বলা হয়েছিল, অতিথিদের ধূসর ধোঁয়াটে রঙ (smoky grey), মধ্যরাতের নীল (midnight blue), সূর্যমুখীর হলুদ (sunflower yellow) অথবা গাঢ় লাল (crimson red) রঙের পোশাক পরতে হবে। তাতে কোনও ধরণের প্যাটার্ন বা ডিজাইন থাকা চলবে না। আমন্ত্রণপত্রে জোর দিয়ে লেখা ছিল, 'শুধুমাত্র এই চারটি রঙ গ্রহণযোগ্য, কোনও প্যাটার্ন নয়! সবাইকে এটি মেনে চলতে হবে।'
শেষ ভিডিও আপডেটে অ্যালিস জানান, নববধূ স্বীকার করেছেন যে তিনি তাঁর স্বামীকে পাঠানো টেক্সট মেসেজে ড্রেস কোডের কথা উল্লেখ করেননি। তবে ঘটনার জেরে তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান এবং যুবতীকে অনুরোধ করেন যেন সোশ্যাল মিডিয়ায় আর বিষয়টি নিয়ে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ না করা হয়।
