আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি মানুষের অন্যতম প্রধান আশা গুগল আর্থ। যেকোনও নতুন জায়গা খুঁজে পেতে এর জুড়ি মেলা ভার। আপনি এশিয়া যান বা আফ্রিকা কোথাও গুগল আর্থের কোনও বিকল্প নেই।


তবে এবারই একটি অবাক করা ঘটনা সকলের সামনে তুলে ধরব। যদি আপনি চিনে যান তাহলে কোথাও আপনি গুগলের সাহায্যে সঠক রাস্তা খুঁজে পাবে না। আপনার কাছে গুগল, ওয়েজ, স্যাট নাভ বা অন্য কোনও জিপিএস থাকুক না কেন আপনি চিনের কোনও রাস্তা সঠিকভাবে পাবেন না। 


বহু মানুষ গুগল আর্থকে নিজের নানা কাজে ব্যবহার করেন। সেখানে ভ্রমণ হতে পারে, স্যাটেলাইট ছবি হতে পারে, নতুন জায়গাতে কাউকে খোঁজা সবই হতে পারে। তাহলে সেখান থেকে চিনে গেলে আপনি কোনও কিছুই পাবেন না।


আসল বিষয়টি হল চিন তার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একটি নিজস্ব জিপিএস সিস্টেম চালু করেছে। এরফলে গুগল তাদেরকে পেতে পারে না। এই কাজটি চিন মূলত নিজের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে করেছে। চিনের কোনও সেনা ছাউনি, সামরিক কার্যালয় গুগলের আর্থে ধরা পড়বে না। ফলে সেখানে শত্রুরা কোনওভাবেই গুগল আর্থের সাহায্য নিয়ে চিনের ওপর কোনও ধরণের হামলা চালাতে পারবে না।


তবে যারা চিনের বাসিন্দা তারা চিনের তৈরি নিজের অ্যাপ থেকে সমস্ত কিছু অতি সহজে দেখতে পারবেন। তবে সেই কাজ অন্য দেশের বাসিন্দারা করতে পারবে না। চিনের নাগরিকদের কাছে এটি একটি তালা চাবির মতো সিস্টেম করে রাখা রয়েছে। একমাত্র তারাই এটি করতে পারবেন।


তবে শুধু চিন নয় বিশ্বের বেশ কয়েকটি দেশের সামরিক ঠিকানাগুলি গুগল আর্থে ধরা পড়বে না। সেই তালিকায় রয়েছে আমেরিকা, স্পেন, ফ্রান্স, ইন্দোনেশিয়া। এই কটি দেশে আবার সমস্ত কিছু ঠিকমতো দেখা গেলেও কোনও সামরিক ছাউনি গুগল আর্থে ধরা পড়বে না। গুগল আর্থ নিয়ে অনেকটা রহস্য এখনও বাকি রয়েছে। সেগুলি সামনে আসতে আরও অনেকটা সময় লাগবে।