আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা কি বিবাহবিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় এই হাইপ্রোফাইল দম্পতির বিচ্ছেদের গুজব তীব্র আকার ধারণ করেছে। আগামী সোমবার আমেরিকার ৬০তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডেনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে উপস্থিত থাকবেন না মিশেল। এর পরেই তৈরি হয়েছে জল্পনা।

এই নিয়ে দ্বিতীয়বার ওবামার সঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা যাবে না প্রাক্তন ফার্স্ট লেডিকে। এর আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে দেখা যায়নি মিশেলকে। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ওবামা। তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে, ৬০তম প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রেসিডেন্ট। কিন্তু প্রাক্তন ফার্স্ট লেডি উপস্থিত থাকতে পারবেন না। মিশেল না আসায় এই প্রথম ঐতিহ্যে ছেদ পড়বে। প্রাক্তন প্রেসিডেন্টরা সর্বদা সস্ত্রীক নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণে উপস্থিত থাকেন।

১৯৮৯ সালে একে অপরকে ডেট করা শুরু করেন বারাক এবং মিশেল। ১৯৯২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই মেয়েও রয়েছে। জিমি কার্টারের শেষকৃত্যে অনুপস্থিত থাকা এবং ট্রাম্পের শপথগ্রহণে মিশেলের অংশগ্রহণ না করা সিদ্ধান্ত বিচ্ছেদে জল্পনায় ঘি ঢেলেছে।