আজকাল ওয়েবডেস্ক: বান্ধবীকে ছেলে সাজিয়ে হোস্টেলে নিয়ে যাওয়া এবং রাত্রিযাপনের অভিযোগে এক ছাত্রের আসন বাতিল হল বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে। অভিযুক্ত ছাত্র এক তরুণীকে রীতিমতো শার্ট, টুপি পরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলে নিয়ে যান বলে অভিযোগ। ঘটনা সামনে আসার পরই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের কথা জানিয়েছেন উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মঈনউদ্দিন।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বান্ধবীও একই বিভাগ ও একই বর্ষের শিক্ষার্থী বলে খবর।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গত ৪ জুন ভোরে নাজমুলকে সাইকেলে করে এক সহপাঠীর সঙ্গে হোস্টেলের বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। তরুণীর পরনে ছিল শার্ট এবং টুপি। বিষয়টি সন্দেহজনক লাগায় প্রত্যক্ষদর্শীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পর নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, সেদিন ওই সহপাঠিনী তাঁর জন্মদিন পালন করতে হোস্টেলে এসেছিলেন। কিন্তু কেক কাটতে রাত হয়ে যাওয়ায় আর ফিরে যেতে পারেননি। তাঁর সুরক্ষার কথা ভেবেই রাতে থেকে যেয়ে বলেন নাজমুল।
