আজকাল ওয়েবডেস্ক: শেখ হাসিনা দেশ ছাড়লেও, অশান্তি, বিক্ষোভ, আন্দোলন থামেনি বাংলাদেশে। অন্তর্বতীকালীন সরকার গঠনের পর এবার দেশজুড়ে 'প্রতিরোধ সপ্তাহ' পালনের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। চার দফা দাবিতে ফের আন্দোলনে সামিল তাঁরা। কী সেই দাবি?

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামি লিগ যেভাবে গণহত্যা চালিয়েছে, তার দ্রুত বিচার। এর জন্য ট্রাইব্যুনাল গঠনের দাবি তাঁদের। সংখ্যালঘুদের উপর যারা আক্রমণ করেছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি। সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। পাশাপাশি গণ অভ্যুত্থানে গণহত্যায় প্রশাসন ও বিচার বিভাগের যাদের সক্রিয় ভূমিকা ছিল, তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার থেকে এই কর্মসূচির ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। আজ ঢাকার রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত করবেন। এরপর টানা সাতদিন 'প্রতিরোধ সপ্তাহ' কর্মসূচি চালাবেন।