আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলে জন্ম নেওয়া এক নবজাতকের পেটে পাওয়া গেল তার নিজের জমজ ভ্রূণ! বিরল এই ঘটনা 'ফেটাস ইন ফেটু' নামে পরিচিত। চিকিৎসকরা গর্ভাবস্থার শেষ দিকে আলট্রাসাউন্ডে শিশুর পেট অস্বাভাবিক বড় দেখতে পেয়ে সন্দেহ করেন। জন্মের পর একাধিক টেস্টে দেখা যায়, নবজাতিকার পেটের ভিতরে একটি অসম্পূর্ণভাবে গঠিত ভ্রূণ রয়েছে।
দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ওই ভ্রূণটি সরিয়ে ফেলা হয়। বিশেষজ্ঞদের মতে, এটা অস্বাভাবিক কোনও রোগ না, প্রতি ৫ লাখ জন্মে একটির মতো এমন ঘটনা ঘটে। এটি একটি ‘প্যারাসাইটিক টুইন’ অর্থাৎ ভ্রূণ অবস্থায় একটি জমজ ভ্রূণ অন্যটির শরীরে প্রবেশ করে এবং সেখানে বেড়ে ওঠে, কিন্তু পূর্ণাঙ্গভাবে জীবিত থাকে না। অসুতা মেডিকেল সেন্টারের ডঃ ওমর গ্লোবাস জানিয়েছেন, শিশুটি এখন সুস্থ এবং মায়ের সঙ্গে বাড়ি ফিরে গিয়েছে।
