আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, প্রশ্ন ছিল কোথায় তিনি? কেউ বলছিলেন তিনি বাঙ্কারে, কেউ বলেছিলেন তিনি যে কোথাই জানে না আইআরজিসিও। ইরান-ইজরায়েল যুদ্ধ থামার পর, প্রথমবার প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার যুদ্ধ-বিরতির পর, প্রথমবারের জন্য প্রকাশ্যে আসেন তিনি।
Watch the powerful reaction of the Iranian people as the Leader of the Islamic Revolution, Imam Khamenei, enters the Imam Khomeini Hussainiyah on the eve of Ashura, July 5, 2025. pic.twitter.com/shI28isax0
— Daily Iran Military (@IRIran_Military)Tweet by @IRIran_Military
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে যে, শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ ইমাম হুসেনের শাহাদাত বার্ষিকী উদযাপনের সময় মসজিদে নামাজরতদের শুভেচ্ছা জানাচ্ছেন। ধর্মগুরু, সর্বোচ্চনেতাকে সামনে দেখে অনুরাগীদের উচ্ছ্বাসও চোখে পড়েছে। যদিও এদিন খামেনেই কোনও বক্তব্য রাখেননি বলেই জানা গিয়েছে।
৮৬ বছরের খামেনেইকে কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে। ইরান-ইজরায়েল যুদ্ধ-কালে খামেনেই প্রকাশ্যে না এলেও বারেবারে কোড়া বার্তা দিয়েছিলেন। সাফ জানিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, মাথা নোয়াবে না ইরান। এমনকি ট্রাম্প পরমাণু কেন্দ্রে হামলা চালানোর আগে যখন ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তখনই খামেনেই জানিয়েছিলেন, ইরানের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটাই জানা দরকার সবার আগে।
মাঝের সময়কালে আর প্রকাশ্যে তাঁকে আসতে দেখা যায়নি। তিনি কোথাও যুদ্ধ পরিস্থিতিতে, খোঁজ মেলেনি তারও। তারপর থেকেই তাঁর বাঙ্কারে থাকা নিয়ে জল্পনা তীব্র হয়। জানা যায়, গোপন স্থানের হদিশ যাতে কেউ না পায়, সেই কারণে কোনও প্রকার বৈদ্যুতিন সরঞ্জামও ব্যবহার করছিলেন না তিনি।
