আজকাল ওয়েবডেস্ক: কখনও কী বিমানযাত্রাকে জলযাত্রার সঙ্গে তুলনা করা যেতে পারে। তবে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের যাত্রীদের ঠিক এমনই অভিজ্ঞতা হল। ৭ ডিসেম্বর ডালাস থেকে মিনিয়াপোলসের দিকে যাচ্ছিল বিমানটি। হঠাৎই বিমানের যাত্রীরা দেখেন গোটা বিমানের মেঝেতে জল ভরে গিয়েছে। তাহলে কী তাদের মাটি থেকে ৩০ হাজার ফুট উপরে  জলে ডুবে যেতে হবে।

 

এরপরই বিমানের যাত্রীরা রীতিমতো চাপে পড়ে যান। বিমানের কোন অংশ থেকে জল ভরতে শুরু করে সেটি জানার জন্য হইচই পড়ে যায়। এক বিমানযাত্রী জানিয়েছেন, যদি বিমানে এই ধরণের ঘটনা হয়ে থাকে তাহলে বিমানের নিরাপত্তা কোথায় থাকে। রেস্টরুম থেকে এই জল ছড়িয়ে পড়তে থাকে গোটা বিমানে। সবার আগে যাত্রীদের বসার জায়গায় এই জল দেখা যায়। এরপর বিমানের দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত সেই জলের লিকেজ সারানোর কাজ করেন। স্বস্তি ফেরে বিমানের যাত্রীদের মনে।

 

তবে ঘটনার জেরে গোটা বিমানে অস্থির পরিবেশের সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। এযেন ঠিক টাইটানিক জাহাজের মতো পরিস্থিতি হয়ে যায়। সেখানে সকলে নিজের প্রাণ বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল। তবে এখানে বিমান থেকে আকাশে ঝাঁপ দেওয়া কোনও যাত্রীর পক্ষেই সম্ভব ছিল না। কেউ নিজের কমেন্টে লেখেন বিমান যেন টাইটানিক জাহাজ হয়ে যায়নি এটাই রক্ষা। অনেকে লিখেছেন, যদি বিমানের সলিল সমাধি আকাশে হয় তাহলে কী হবে সেই ছবি সকলের সামনে। এরপর বিমান থেকে নেমে যাত্রীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনা আর হবে না বলার পরই থামে যাত্রীদের বিক্ষোভ।