আজকাল ওয়েবডেস্ক: নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এক বিরল সাফল্যের নজির গড়েছেন। দীর্ঘ ১৯ বছর ধরে সন্তান না-হওয়া এক দম্পতি, যাঁদের ১৫ বার IVF করেও কোনও সাফল্য আসেনি, অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় গর্ভধারণে সক্ষম হলেন।
এই সাফল্যের নেপথ্যে রয়েছে নতুন এক প্রযুক্তি— STAR, অর্থাৎ Sperm Tracking and Recovery। এই AI-নির্ভর পদ্ধতিতে এক ঘণ্টায় প্রায় ৮০ লক্ষ ছবি তুলে পুরুষের বীর্যে লুকিয়ে থাকা অতিক্ষুদ্র শুক্রাণুকেও শনাক্ত করা যায়, যা মানবচোখে দেখা অসম্ভব। এরপর সেই শুক্রাণুগুলিকে নিরাপদে আলাদা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে নিষিক্তকরণ করা হয়।
উল্লেখ্য, এই দম্পতির স্বামীর ছিল ‘অ্যাজোস্পার্মিয়া’ নামক এক ধরণের বন্ধ্যাত্ব সমস্যা, যেখানে বীর্যে কোন শুক্রাণু দেখা যায় না অথবা তারা এতটাই লুকানো থাকে যে শনাক্ত করাই যায় না। এই সমস্যার সমাধানেই কার্যকর হয়েছে STAR প্রযুক্তি।
চিকিৎসকদের পাঁচ বছরের পরিশ্রমে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে অবশেষে গর্ভধারণ সম্ভব হয়েছে। এখন এই দম্পতি বহু প্রতীক্ষিত অভিভাবকত্বের আনন্দ পেতে চলেছেন। AI প্রযুক্তির এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে আরও বহু নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো হতে চলেছে।
