আজকাল ওয়েবডেস্ক: পোল্যান্ডের ঐতিহাসিক ফোর্ট গারহার্ড সামরিক জাদুঘরে চলছে অদ্ভুত কাণ্ড! নতুন নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে এক মাসে তিনটি যৌন মিলনের দৃশ্য—আর তাতেই চমকে উঠেছে কর্তৃপক্ষ।
১৯শ শতকের প্রুশীয় দুর্গে গড়ে ওঠা এই জাদুঘর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এক সতর্কবার্তা জারি করে লিখেছে: "আমাদের অতিথিদের অনুরোধ... কীভাবে বলব... জাদুঘরের ভেতরে 'কাম' নয়, অনুগ্রহ করে!"
জাদুঘরের অধিকর্তা পিওতর পিভোভারচিক জানান, "দূর্গের অন্ধকার কোণগুলি হয়তো প্রেমিক-প্রেমিকাদের আকৃষ্ট করছে, কিন্তু তারা বুঝতে পারছেন না—তাদের সব কিছুই ক্যামেরায় ধরা পড়ছে।" তিনি আরও বলেন, "যাঁরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাঁদের অনুরোধ—বিচে চলে যান। জাদুঘরে নয়!"
পোল্যান্ডে জনসমক্ষে যৌন সম্পর্ক আইনত দণ্ডনীয়, শাস্তি হতে পারে জরিমানা বা কারাদণ্ড। এদিকে, যুক্তরাজ্যের এক সমীক্ষায় দেখা গেছে, রেসের মাঠেও যৌন আচরণের প্রবণতা চমকে দেওয়ার মতো—রয়্যাল অ্যাসকট ও চেল্টেনহ্যাম ফেস্টিভ্যালে যৌন সম্পর্ক স্থাপন করেছে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক!
ঐতিহাসিক স্থান হোক বা রেসের মাঠ—মানুষের কামপ্রবৃত্তি যেন নতুন নতুন জায়গা খুঁজে নিচ্ছে!
