আজকাল ওয়েবডেস্ক: টিকটকে ভিডিও বানাচ্ছিল মেয়ে। সহ্য করতে না পেরে, রাগে মেয়েকে গুলি করে খুন করলেন বাবা। জানা গিয়েছে ১৫ বছরের ওই মেয়ের নাম হিরা।
হিরা টিকটকে ভিডিও বানাত মাঝেমধ্যেই। তার বাবার মোটেই পছন্দ ছিল না সেসব। সোশ্যাল মিডিয়ায় হিরা নিজের নানা ভিডিও পোস্ট করত। মেয়েকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে নিষেধ করেছিলেন একাধিকবার। তার বক্তব্য ছিল, এই ধরনেই ভিডিও বাড়ির মেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে না। তবে মেয়ে তাতে কর্ণপাত করেনি।
মেয়েকে বারবার বলার পরেও, মেয়ে যখন কথা শোনেনি, তখনই চরম পরিকল্পনা করে ফেলেন বাবা। হিরার মামার সঙ্গে পরিকল্পনা করেন, ১৫ বছরের মেয়েকে খুন করার।
হিরার বাবার নাম আনারুল হক। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্ত্রী-সন্তানদের নিয়ে বছরখানেক আগেই আমেরিকায় পাড়ি দিয়েছিলে আনারুল। সম্প্রতি মেয়ে হিরাকে নিয়ে পাকিস্তানে যান। পুলিশ জানিয়েছে, তৈয়ব আলীর সঙ্গে আনারুল হক পূর্বপরিকল্পনা করে হত্যা করেছে। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে।
