আজকাল ওয়েবডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ব্রাজিলের এক ব্যবসায়ীর। বিমানের যাত্রী ছিলেন ওই ব্যবসায়ীর পরিবারের লোকেরাই। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্যবসায়ী এবং তাঁর পরিবার মিলিয়ে মোট ১০ জন যাত্রী ছিলেন ওই ছোট বিমানটিতে। মৃত্যু হয়েছে সকলেরই।
ব্রাজিলের আসামরিক বিমান দপ্তর জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণের শহর গ্রামাডোতে। রবিবার সকাল ১০টা নাগাদ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এর পর স্থানীয় একটি মোবাইলের দোকানে গিয়ে ধাক্কা মারে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি চালাছেন ব্যবসায়ী ক্লডিও গালেয়াজ্জি। যাত্রী ছিলেন তাঁর স্ত্রী, তিন কন্যা এবং অন্যান্য সদস্যরা। পরিবার-সহ সাও পাওলোতে জাচ্ছিলেন ব্যবসায়ী।
ক্লডিও-র সংস্থার তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই দুর্ঘটনায় ১৫ জন স্থানীয় বাসিন্দা গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
গ্রামাডো শহরটি পর্যটনের জন্য বিখ্যাত। ব্রাজিলের সেরা গাউচা পাহাড়ের কোলে অবস্থিত শহরটি। উনিশ শতকে জার্মানি এবং ইতালির শরণার্থীরা গ্রামাডোতে এসে বসবাস শুরু করেন। প্রতি বছর বহু পর্যটক এখানে ক্রিসমাসের ছুটি কাটাতে আসেন।
