আজকাল ওয়েবডেস্ক: গাড়ি কেনার অত টাকা নেই। কৃষক পরিবার ছেলের দাবি মেটাতে না পারায়, চরম পরিণতি ডেকে আনলেন ছেলে। শেষ করে দিলেন নিজেকে।
হায়দরাবাদের জানি পরিবার, কোনও মতে বেশকিছু পরিমাণ জায়গা কিনে চাষবাস করে দিন গুজরান করতেন। দুই ছেলেও কাজে হাত লাগাতেন। সেই পরিবারের ছোট ছেলে ২১ বছরের বোম্মা জানি। দিনকয়েক ধরেই তিনি বায়না ধরেছিলেন, বিলাসবহুল গাড়ি কিনে দিতে হবে তাঁকে।
কিন্তু ওই গাড়ির দাম শুনে আঁতকে ওঠে পরিবার। বাবা-মা বারবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, ওই বিলাসবহুল গাড়ি কেনার সামর্থ্য নেই তাঁদের। বারবার বোঝানোর চেষ্টা হলেও, উদ্ধত ছেলে কিছুতেই বোঝেননি সেকথা। বোম্মা উলটে বাবা-মা’ কে হুমকি দিতে শুরু করেন। গাড়ি কিনে না দিলে, তিনি শেষ করে দেবেন নিজের জীবন।
শেষমেশ ছেলেকে বোঝাতে না পেরে একটি গাড়ির শোরুমে নিয়ে যান বাবা-মা। বলেন, পরিবারের সম্বল জমিটুকু বিক্রি করে গাড়ি কিনে দেবেন ছেলেকে। যদিও তাতেও খুশি হননি বোম্মা। কারণ, জমিটুকু বিক্রি করে দিয়েও বাবা-মা যে গাড়ি কিনে দেওয়ার সামর্থ্য রাখতেন, সেটাও পছন্দ হয়নি। রেগে শোরুম থেকে বেরিয়ে যান তিনি।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তারপরেই আত্মহত্যার পথ বেছে নেন বোম্মা। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি।
