আজকাল ওয়েবডেস্ক: মন্দিরের দান সংগ্রহ নিয়ে প্রতিযোগিতা! তার জেরে দুই তরুণীর মধ্যে ব্যাপক হাতাহাতি। চুলের মুঠি ধরে টানাটানি, লাথি, ঘুষি, চড়, থাপ্পড়, এমনকী লাঠি দিয়ে মারধর। কিছুই বাদ পড়ল না। মন্দিরের বাইরে দুই তরুণীর হাতাহাতি দেখে রীতিমতো চোখ ছানাবড়া পুণ্যার্থীদের। যে ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায় খাটু শ্যাম মন্দিরের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর কতুবর চকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। মন্দিরের ৫০ মিটারের মধ্যেই দুই মহিলার চুলোচুলি দেখে ভিড় জমে যায়। এমনকী তাঁদের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করতেও দেখা গেছে। 

 

মন্দিরের বাইরে দুই মহিলার চুলোচুলির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দুই মহিলাই ভিন্ন ভিন্ন সংগঠনের তরফে পুণ্যার্থীদের থেকে দান সংগ্রহ করছিলেন। সেই দান সংগ্রহ ও সংগঠনের কাছে তুলে দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনেই। 

 

তবে দুজনের মধ্যে তুমুল বচসা কীভাবে শুরু হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে একজন বলতে শোনা গেছে, 'ও তো নিয়েই পালিয়ে যায়!' কী নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ওই তরুণী, তা জানা যায়নি। দুজনের পরনেই ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। সামান্য কথা কাটাকাটি থেকেই হাতাহাতি শুরু হয়। এরপর লাঠি দিয়ে একে অপরকে পেটাতে শুরু করেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KhabreJaipurki (Manish) (@khabrejaipurki)