আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ইদানিং নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। আট থেকে আশি, সকলেই জনপ্রিয়তা কুড়ানোর নেশায় মেতে উঠেছেন। কীভাবে ভিডিও, ছবি, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো যায়, সেই খেলায় মেতে। জনপ্রিয় হওয়ার লোভে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে।
কখনও কখনও পরিণতি হয় ভয়ঙ্কর। কেউ চলন্ত ট্রেনের উপরে উঠে ভিডিও বানান, কেউ বা পাহাড়ের খাদে দাঁড়িয়ে নাচ করেন, কখনও ভরা রাস্তায় গাড়ি চলাচলের মাঝেও রিল শুট করতে দেখা গেছে তরুণ, তরুণীদের। পোস্টটি যাতে সকলের নজর কাড়ে, তার জন্য প্রাণ বাজি রাখতেও দ্বিধাগ্রস্ত হন না কেউ। আবার কিছু ভিডিওতে সাধারণ মানুষের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমন এক ভিডিও। যেখানে দেখা গেছে, ছাদ থেকে এক কোলের শিশুকে নীচে ছুড়ে ফেলেন এক মহিলা। যদিও বরাত জোরে শিশুটির প্রাণ বেঁচে গেছে। ছাদের নীচেই কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। তাঁরাই শিশুটিকে বল ধরার মতো দুই হাতের মধ্যে ধরে ফেলেন।
সদ্য ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বাড়ির নীচের কয়েকজন মানুষ জড়ো হয়ে আছেন। সকলেই উপরের দিকে তাকিয়ে। এক নজরে দেখলে মনে হবে, তাঁরা হয়তো উপরে কিছু একটা দেখছেন। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায়, সকলের উপরের দিকে তাকিয়ে থাকার অন্য উদ্দেশ্য ছিল।
ভিডিওতে দেখা গেছে, এক মহিলা ছাদের কার্নিশে এসে দাঁড়িয়ে আছেন। তাঁর কোলে এক শিশু। কোনও মতে নীচে নামার চেষ্টা করছেন ওই মহিলা। তারপরেই হঠাৎ কোলের শিশুটিকে নীচে ছুড়ে ফেলেন। নীচে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি সেই শিশুটিকে ধরেও ফেলেন। শিশুটির যদিও কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুন: লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাঁড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ!
ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি। তবে মজার ছলে ভিডিওটি বানানো হয়নি। বাস্তবেই এমন একটি ঘটনা ঘটেছে। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। ওই মহিলার কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকেরই মতে, শিশুটিকে অন্য উপায়েও উদ্ধার করা যেত। তার জন্য শিশুটির প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা উচিত হয়নি।
