আজকাল ওয়েবডেস্ক: পরিচারিকাকে মোটা অঙ্কের বেতন দিয়ে শুধু রান্না করার কথা জানিয়েছিল দম্পতি। শুরুতে কোনো সমস্যা না হলেও, দিন কয়েক পরেই তাদের আসল রূপ প্রকাশ্যে আসে। স্বামীর সঙ্গে সঙ্গমের জন্য পরিচারিকাকে প্রথমে জোর করেছিল স্ত্রী। প্রস্তাব প্রত্যাখ্যান করতেই শুরু নির্মম অত্যাচার। এমনকী ধর্ষণের শিকার হতে হল ওই পরিচারিকাকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। পুলিশ জানিয়েছে, শাহপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা থানায় অভিযোগ জানিয়েছেন, দম্পতি দশ হাজার টাকা বেতনে প্রথমে রান্নার কাজ করতে বলেছিল। দিন কয়েক পরেই যুবতী জানায়, তাদের কোনও সন্তান নেই। এর জন্য তার স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে, তাদের একটি সন্তান দেওয়ার জন্য তাঁকে জোর করে।
যুবতী পরিচারিকাকে জানায়, স্বামীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে যদি তাদের একটি সন্তান দেন, তাহলে জমি, ফ্ল্যাট একাধিক সম্পত্তি তাঁকে দেবে। এই প্রস্তাবে রাজি না হওয়ায় পরিচারিকার নানা মুহূর্তের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিতে শুরু করে। দিনের পর দিন ঘরবন্দি করতে রাখত তাঁকে। তখনই লাগাতার ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
অবশেষে একদিন ঘর থেকে পালিয়ে সোজা থানায় এসে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতি ঘটনার পর থেকে পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
