আজকাল ওয়েবডেস্ক: খানিকটা কথোপকথনের পরেই পাত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তরুণী। এমনকী নিজের তরফেও বিয়ের দিনক্ষণ স্থির করেছিলেন। রাজিও ছিলেন যুবক। কিন্তু ম্যাট্রিমনি সাইটে সামান্য ভুলের কথা যুবক জানাতেই, চোখ ছানাবড়া তরুণীর। রাগে, ক্ষোভে এমন কাণ্ড ঘটালেন, তা দেখেই তোলপাড় নেট দুনিয়া।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন কিশ সিফ নামের এক যুবক। একটি এনজিওতে কাউন্সিলর হিসেবে কর্মরত তিনি। ম্যাট্রিমনি সাইটে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ হয় তাঁর। হোয়াটসঅ্যাপ মারফত কিছুদিন কথোপকথনের পরেই তরুণী তাঁর প্রেমে পড়েন। এরপর বিয়ের জন্য জোরাজুরি শুরু করেন। নিজে থেকেই জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে বাগদান সারতে চান। তারপরেই বিয়ের দিনক্ষণ স্থির করবেন। দ্রুত বিয়ের প্রস্তুতিও শুরু করতে চান।
তরুণীর প্রস্তাবে রাজিও হন যুবক। কিন্তু তারপরেই জানান, ম্যাট্রিমনি সাইটে ভুলবশত তাঁর বার্ষিক বেতন ৩০ লক্ষ টাকা লেখা হয়েছে। তাঁর বার্ষিক বেতন আসলে ৩ লক্ষ টাকা। একটি শূন্য বাড়তি পরে গিয়েছিল। যুবকের বার্ষিক বেতন জানতেই রাগে, ক্ষোভে যুবককে তুমুল গালিগালাজ করতে শুরু করেন তরুণী। বিয়ে তো ভাঙার কথা জানানই, এমনকী তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকিও দেন।
যুবক জানিয়েছেন, তরুণীও মিথ্যে কথা বলেছিলেন। তাঁর প্রথম স্বামীর থেকে বিচ্ছেদের পর ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন। যা পুরোটাই লুকিয়ে যান যুবকের কাছে। তরুণীর হুমকির সমস্ত স্ক্রিনশট শেয়ার করতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ভালবাসার চেয়েও অর্থ, সম্পত্তিকে যেভাবে গুরুত্ব দিয়েছেন তরুণী, তাতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ।
