আজকাল ওয়েবডেস্ক: অনেকেই অনলাইনে খারাপ মানের জিনিসপত্র ডেলিভারি হওয়ার ঘটনায় সম্মুখীন হয়ে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক তরুণী তাঁর পোশাকের ডিজাইন নিয়ে বিস্মিত! পোশাকে কী এমন দেখলেন ওই তরুণী? যে তাঁর ছানাবড়া হয়ে গিয়েছে।
জামায় একপাশে কী যেন একটা ঝুলছে। দেখতে অনেকটা বাজারের থলের মতো। যা নিয়ে ভিরমি খাওয়ার মতো অবস্থা তরুণীর। ভিডিওতে নেটিজেনদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, "এটা ভিক্ষা করার থলে?" একটু পরে তিনিই বলে ওঠেন, "বাজার করার ব্যাগও হতে পারে।"
ভিডিওতে তরুণীর এই প্রশ্ন শুনে নেটিজেনরা হেসে কুপোকাত। এমনকি তরুণীর পোশাক নির্বাচনের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকই। কমেন্ট বক্সে তরুণীকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
এক ব্যক্তি তরুণীকে প্রশ্ন করেছেন, "না জেনেই কেন এরকম পোশাক অর্ডার দিয়েছেন?" ইতিমধ্যেই ভিডিওটি ১০ মিলিয়ান দেখে ফেলেছেন। ভিডিওটিতে এখনও বেড়েই চলেছে লাইক ভিউয়ের সংখ্যা।
