আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লখনউয়ের রাস্তায় অবাক করা ছবি দেখে সকলেই হেসে লুটোপুটি খেলেন। সেখানে দেখা যাচ্ছে স্বামীকে পায়ের চটি খুলে সজোরে মারছেন তার স্ত্রী। তিনি স্বামীর বাইকের পিছনেই বসে রয়েছেন। দ্রত গতিতে ছুটছে সেই বাইক। আর এই ছবি দেখে সকলেই হেসে গড়াগড়ি খেলেন।


ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে কোনও কারণে স্বামী-স্ত্রীর মধ্যে খানিক ঝগড়া লেগে যায়। তারপর হঠাৎই স্ত্রী তার পায়ের চটি খুলে স্বামীকে সজোরে চটি মারতে থাকে। কিন্তু উপায় না দেখে স্বামী চুপচাপ মন দিয়ে গাড়ি চালাতে থাকে। ঘটনাটি দেখে অনেকেই এই ছবি নিজেদের ক্যামেরাবন্দি করেছেন।

 


যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটিকে ঘর কা ক্লেশ অর্থাফ ঘরের অশান্তি হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে। সেখানেও এই ভিডিওতে ছুটেছে হাসির ফোয়ারা। 

?ref_src=twsrc%5Etfw">May 20, 2025


কী কারণ স্বামী-স্ত্রীর এই ঝগড়া তা না জানা গেলেও ভিডিওটি নিয়ে অনেকেই নানা ধরণের মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, ঘরের অশান্তি ঘরে থাকলেই ভাল। অনেকে বলেছেন এই ঘটনার জেরে দুর্ঘটনা ঘটে যেতে পারত। অনেকে লিখেছেন বিয়ে যদি এত ভয়ঙ্কর হয় তাহলে দরকার নেই।