আজকাল ওয়েবডেস্ক: গান্ধীর হাসি মুখ। ভারতীয় টাকায়। কিন্তু সেই মুখ যদি কান্নার হতো। তাহলে টাকা ভিজে যেত। প্রশ্নের এমনই উত্তর দিয়েছে এক স্কুল ছাত্র।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটি ও তার জবাব রীতিমতো ভাইরাল হয়েছে। ৫৫ লক্ষ ভিউ পেয়েছে। জানা গেছে, কোনও একটি স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, প্রতিটি নোটেই কেন গান্ধীজির হাসি মুখ থাকে? এক ছাত্র উত্তরে লেখে, যদি গান্ধীর মুখে জল থাকত, তাহলে টাকা ভিজে যেত। এই জবাবে শিক্ষক তো রীতিমতো তাজ্জব। হেসেছেনও। পড়ুয়ার উপস্থিত বুদ্ধির তারিফ করে ১০ এ ১০ নম্বরও দিয়েছেন ছাত্রটিকে।
নেটিজেনরাও রীতিমতো তারিখ করেছেন। এক জন বলেছেন, ‘ছাত্রটি একদম ঠিক লিখেছে।’
যদিও এই পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। শুধু মাত্র মিম তৈরির জন্য নাকি সত্যিই এরকম প্রশ্ন এসেছিল কিনা, বা ছাত্রটি এরকম জবাব দিয়েছিল কিনা তা সর্বতোভাবে জানা যায়নি। কোন স্কুল, কোন পরীক্ষা তাও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটি ও তার জবাব রীতিমতো ভাইরাল হয়েছে। ৫৫ লক্ষ ভিউ পেয়েছে। জানা গেছে, কোনও একটি স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, প্রতিটি নোটেই কেন গান্ধীজির হাসি মুখ থাকে? এক ছাত্র উত্তরে লেখে, যদি গান্ধীর মুখে জল থাকত, তাহলে টাকা ভিজে যেত। এই জবাবে শিক্ষক তো রীতিমতো তাজ্জব। হেসেছেনও। পড়ুয়ার উপস্থিত বুদ্ধির তারিফ করে ১০ এ ১০ নম্বরও দিয়েছেন ছাত্রটিকে।
নেটিজেনরাও রীতিমতো তারিখ করেছেন। এক জন বলেছেন, ‘ছাত্রটি একদম ঠিক লিখেছে।’
যদিও এই পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। শুধু মাত্র মিম তৈরির জন্য নাকি সত্যিই এরকম প্রশ্ন এসেছিল কিনা, বা ছাত্রটি এরকম জবাব দিয়েছিল কিনা তা সর্বতোভাবে জানা যায়নি। কোন স্কুল, কোন পরীক্ষা তাও জানা যায়নি।
