আজকাল ওয়েবডেস্ক : হোয়াটসঅ্যাপ হল এমন একটি অ্যাপ যেটি গোটা ভারতের মানুষ নিজের দৈনিক জীবনের প্রতিটি কাজে ব্যবহার করে। তবে ভারতের মাটিতে হোয়াটসঅ্যাপ যেভাবে নিজের কাজ করেছে সেখানে নজর পড়েছে সাইবার অপরাধীদের। এমনকি এর সঙ্গে অনেক অনলাইন স্ক্যাম যুক্ত হয়েছে। তাই এবার কড়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা ভারতের ৮০ লক্ষ হোয়াটসঅ্যাপ লাইনকে একেবারে ব্যান করে দিল। 

 

যাদের বালক ম্যাসেজ, অনলাইন স্ক্যাম, কোনও ধরণের কমপ্লেইন এসেছে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের মত এত বিরাট দেশে প্রায় সবাই এখন এটি ব্যবহার করে থাকে। তবে এটা তারা অনেকে জানে না তাদের প্রতিটি কাজের ওপর কিন্তু মেটা কড়া নজর রাখছে। যদি কোথাও কোনও বিষয়ে সন্দেহ হয় তবে সেই লাইন ব্যান করতে মেটা বিন্দুমাত্র সময় নেবে না।

 

যদি মেটা কর্তৃপক্ষ কোনও রকম রিপোর্ট পায় যে কোনও জায়গা থেকে কোনও রকম দুর্নীতি বা অনলাইন স্ক্যাম করা হচ্ছে তারা আর দেরি না করে অবিলম্বে ব্যবস্থা নেবে। যেখানে ভারতের মত বিশাল দেশে এত মানুষ এই আপ ব্যবহার করছে সেখানে তারা সুরক্ষা নিয়ে কোনও আপোষ করবে না।