আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা, ঐতিহাসিক অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসেবে ২০ দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) কাটানোর পর পৃথিবীর মাধ্যাকর্ষণে আবার মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে শুক্রবার বিভিন্ন অন্তরঙ্গ ও মজার অভিজ্ঞতা শেয়ার করলেন।


শুক্লা জানান, পৃথিবীতে ফিরে আসার পর সাধারণ জিনিসগুলোও হঠাৎ করেই ভীষণ ভারী মনে হচ্ছিল। হাস্যকর একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি একবার একটি ল্যাপটপ ফেলে দেন কারণ তিনি ভাবছিলেন এটি ভেসে থাকবে, যেমনটা স্পেসে হতো!


জুন ২৫ তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে জুলাই ১৫-এ পৃথিবীতে ফিরে আসেন শুক্লা ও তার Axiom-4 দলের সদস্যরা। এই ঐতিহাসিক অভিযানে শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি জমালেন, যা ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা-র যাত্রার পর ভারতীয় মহাকাশ অভিযানে এক নতুন অধ্যায় সূচিত করল।


লখনউ-র বাসিন্দা শুক্লার জন্য একটি স্মরণীয় মুহূর্ত ছিল ২৮ জুন তারিখে মহাকাশ থেকেই ভারতের প্রধানমন্ত্রী-এর সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ, যেখানে তার পেছনে ভারতের জাতীয় পতাকা ধীরে ধীরে ভাসছিল। তিনি এই মুহূর্তকে ভারতের আন্তর্জাতিক মহাকাশ আলোচনায় সমান অংশগ্রহণকারী হিসেবে ফিরে আসার একটি "ঐতিহাসিক মোড়" বলে অভিহিত করেন।


পৃথিবীর মাধ্যাকর্ষণে মানিয়ে নেওয়া নিয়ে কথা বলতে গিয়ে শুক্লা বলেন, এক সহকর্মী ছবি তুলতে বললে মোবাইল ফোনটা একেবারে ভারী মনে হয়েছিল, যেখানে স্পেসে সেটি একেবারেই ওজনহীন ছিল। আরেকটা মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, এক রাতে বিছানার পাশে ল্যাপটপ পড়ে যায় কারণ তিনি ভেবেছিলেন এটি ভেসে থাকবে। "ভাগ্যক্রমে মেঝেতে কার্পেট ছিল, তাই কিছু ক্ষতি হয়নি,"—হেসে বললেন শুক্লা।
শুক্লা জানিয়েছেন, মিশনটি তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। এটি এমন কিছু শিক্ষণীয় অভিজ্ঞতা এনে দিয়েছে, যা ভবিষ্যতের ভারতের গগনযান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি নিজেকে কেবল একজন মহাকাশচারী হিসেবেই দেখেন না, বরং একজন "বার্তাবাহক", যিনি দেখাচ্ছেন কী কী সম্ভব।


শুক্লা জানান, প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে মহাকাশে থাকার সময় যে "হোমওয়ার্ক" তিনি পেয়েছিলেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। প্রতিটি পর্যায়ের তথ্য তিনি বিশদভাবে নথিভুক্ত করেছেন এবং আশাবাদী এই অভিজ্ঞতাগুলো গগনযান প্রকল্পে "অমূল্য অবদান" রাখবে।


১৮ দিন ধরে মহাকাশে থাকার পর ভারতীয় মহাকাশচারীকে নিয়ে এখন সকলের আগ্রহ তুঙ্গে। তবে কবে তিনি আসবেন ভারতের মাটিতে। এবিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতে শুভাংশু শুক্লা আসবে ১৭ আগস্ট। তিনি আরও বলেন, বর্তমানে নাসা তার খেয়াল রাখছে। তবে ভারতে দ্রুত আসবেন শুভাংশু শুক্লা। নিজের দেশে এসে তিনি ইসরোর কর্তাদের সঙ্গে কথা বলবেন। ভারতের পরবর্তী মহাকাশ যাত্রার সঙ্গে শুভাংশু যুক্ত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।


২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যা ক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে ৪টে ৩৫ মিনিটে ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।

আরও পড়ুন: কেন দেখা যায় পা, কারণ জানলে হেসে গড়াগড়ি খাবেন


শুক্লা জোর দিয়ে বলেন, এসব মহাকাশ অভিযানের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা—তাদের মনে এই আত্মবিশ্বাস সৃষ্টি করা যে তারা চাইলেও একদিন মহাকাশ অভিযাত্রী হতে পারে। তিনি বলেন, "এই মিশন সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। এখন থেকেই বাচ্চারা জিজ্ঞেস করছে—'আমরা কীভাবে মহাকাশচারী হতে পারি?'।